এ.কে পলাশ
কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লার হোমনায় ঘাগুটিয়া এলাকায় নিজ বসতঘর থেকে পেচানো মা-ছেলে ও ভাতিজির গলায় ওড়না পেচানো তিনজনের মরদেহ উদ্ধার করেছে হোমনা থানা পুলিশ।
বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) উপজেলার বড় ঘাগুটিয়া গ্রামে নিজ বসতঘর থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহতরা হলেন, মাহমুদা আক্তার (৩৫) জেলার হোমনা উপজেলার বড় ঘাগুটিয়া গ্রামের ভূঁইয়া বাড়ির শাহপরানের স্ত্রী, তার ছেলে-সাহাব উদ্দিন (৯) এবং ভাগ্নি তিশা আক্তার (১৪)।
ঘটনা সুত্রে জানা যায়, নিহত মাহমুদার স্বামী শাহপরান চাকরির সুবাদে ঢাকায় থাকতেন। বুধবার দিবাগত রাতে তার স্ত্রী-ছেলে ও প্রতিবেশী মামাতো ভাইয়ের মেয়ে তিশা ঘুমিয়েছিলেন। রাতের কোনো একসময় তাদেরকে দুর্বৃত্তরা হত্যা করে গলায় ওড়না পেঁচিয়ে মরদেহগুলো খাটের ওপর ফেলে রেখে পালিয়ে যায়। বৃষ্টি সকালে স্থানীয়রা দেখতে পেয়ে থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে হোমনা থানার একদল পুলিশ এসে ঘটনাস্থলে এসে ঘটনাস্থল পরিদর্শন শেষে নিহতদের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কুমিল্লা হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন জানান,
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘটনাস্থল পরিদর্শন শেষে নিহতদের মরদেহগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। নিহতদের মরদেহগুলোর মাথায় ও মুখে আঘাতের চিহ্ন আছে। অধিকতর তদন্তের জন্য সিআইডিকে খবর দেয়া হয়েছে। তারা ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছে। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। পরে বিস্তারিত জানানো হবে বলে তিনি জানান।