বিএনপির স্থায়ী কমিটির সদস্য, সাবেক স্বাস্থ্যমন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেন ও তার স্ত্রী বিলকিস আক্তার হোসেন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। বুধবার (৩১ মার্চ) রাতে তাঁদের দু’জনকে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে।
খন্দকার মোশাররফ হোসেন জাতীয়তাবাদী আদর্শের সকল সৈনিকসহ দেশের আপামর জনসাধারণের কাছে তাঁর সুস্থতার জন্য দোয়া চেয়েছেন।
বিএনপিপন্থী চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) পক্ষ থেকে এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, ‘বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য, বিএনপির স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন জাতীয় কমিটির আহ্বায়ক, সাবেক স্বাস্থ্যমন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তিনি জাতীয়তাবাদী আদর্শের সকল সৈনিকসহ দেশের আপামর জনসাধারণের কাছে তার সুস্থতার জন্য দোয়া চেয়েছেন।’
ড্যাবের সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশিদ ও মহাসচিব ডা. মো. আব্দুস সালাম এক যৌথ বিবৃতিতে খন্দকার মোশাররফের রোগমুক্তি ও সুস্থতা কামনা করেছেন। তারা সর্বস্তরের নেতাকর্মীসহ সকলের নিকট তার দ্রুত সুস্থতার জন্য দোয়া করার অনুরোধ করেন।
আমাদের ফেইসবুক Link : ট্রাস্ট নিউজ ২৪