রংপুরের তারাগঞ্জে যাত্রীবাহী একটি বাসের ধাক্কায় অটোরিকশায় থাকা এক যাত্রী ঘটনাস্থলে মারা যায় এবং সেই ঘটনায় আহত হওয়া চিকিৎসাধীন যাত্রীর মধ্যে আরও ২ জন মারা গেছেন । এতে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ জনে ।
গতকাল বুধবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলার যমুনেশ্বরী নদীর বারাতি সেতুর কাছে এ দুর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন- তারাগঞ্জ উপজেলার ইকরচালি গ্রামের বাসিন্দা অটোরিকশাচালক জাহাঙ্গীর আলম (৪৪), যাত্রী একই গ্রামের স্মৃতি আক্তার (২০) ও ইকরচালি সরকার পাড়া গ্রামের ভুট্টু মিয়ার মেয়ে সুরাইয়া আক্তার (১৪)।
পুলিশের সঙ্গে কথা বলে জানা গিয়েছে, বুধবার সকাল ১১টার দিকে ইকরচালি থেকে একটি অটোরিকশায় ৪ যাত্রী তারাগঞ্জ বাজারের দিকে যাচ্ছিল। এসময় চট্টগ্রাম থেকে নীলফামারীর সৈয়দপুরগামী শ্যামলী পরিবহনের একটি বাস পেছন থেকে অটোরিকশায় ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে সুরাইয়া (২০) নামের এক যাত্রী নিহত হন । আহত হন আরও ৩ জন ।
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করে। আহতদের রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন বিকাল ৩টায় জাহাঙ্গীর ও পৌনে ৪টায় স্মৃতির মৃত্যু হয়।
রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. সামি রহমান বলেন, ‘চিকিৎসাধীন ৩ যাত্রীর মধ্যে দুই জন মারা গেছেন। আরেকজনের অবস্থাও আশঙ্কাজনক।’
তারাগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির ওসি মাহবুব মোর্শেদ বলেন, ‘বাসটি আটক করা গেলেও চালক ও হেলপার পালিয়ে গেছে। তাদের আটকে চেষ্টা চলছে। আইনানুগ প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।’
আমাদের ফেইসবুক লিংক : ট্রাস্ট নিউজ ২৪