ওয়ানডে ক্যারিয়ারে সাত হাজার রান পূর্ণ করলেন সাকিব বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। শনিবার আয়ারল্যান্ডের বিপক্ষে খেলতে নেমেছিলেন এই মাইলফলক থেকে ২৪ রান দূরে থেকে। কার্টিস ক্যাম্ফারের বলে মিড অফে সিঙ্গেল নিয়ে ওয়ানডেতে ৭ হাজার রান পূর্ণ করেন সাকিব।
এর আগে এই রেকর্ডে পা রেখেছিলেন তামিম ইকবাল। বাংলাদেশের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে ওয়ানডে ক্রিকেটে সাত হাজার রানের ক্লাবে নাম লেখাবেন এই অলরাউন্ডার। এদিকে একই মাইলফলক গড়তে আরও ৯৯ রান দরকার মুশফিকুর রহিমের (৬৯০১)।সম্প্রতি ইংল্যান্ডের বিপক্ষে সিরিজেই ৩০০ ওয়ানডে উইকেট পেয়েছিলেন সাকিব। এবার তিনি আয়ারল্যান্ডের বিপক্ষে খেলতে নেমে পূর্ণ করলেন সাত হাজার রানের মাইলফলক।
আমাদের ফেসবুক লিঙ্কঃট্রাস্ট নিউজ ২৪