দিনাজপুরের বীরগঞ্জে কৃষকের বাড়িতে এক গরু অদ্ভুত আকৃতির বাছুরের জন্ম দিয়েছে। গরুটির মালিক উপজেলার ১নং শিবরামপুর ইউনিয়নের আরাজি মিলনপুর গ্রামের মিলনবাজারের পশ্চিম পাশে জসিম উদ্দিনের ছেলে মোসলেম উদ্দিন।
তার বাড়িতে জন্ম নিয়েছে দুই মাথাওয়ালা বাছুর! বাছুরটির চারটি চোখ রয়েছে। বাছুরটির দুই মাথাই কর্মক্ষম। জন্মের পর অদ্ভুত এই বাছুর দুই মুখ দিয়েই দুধ খাচ্ছে। এই বাছুর দেখার জন্য উৎসুক মানুষ ভিড় জমাচ্ছেন। মোসলেম উদ্দিন জানান, গত শনিবার বিকাল ৩টায় বাছুরটি তাদের বাড়িতে জন্মগ্রহণ করে। জন্মের পর বাছুরের দুই মাথা এবং চারটি চোখ থাকলেও শরীরের বাকি সব স্বাভাবিক রয়েছে। যদিও স্বাভাবিক নিয়মে বাছুরটি জন্ম হওয়ার কথা আগামী ২০২১ সালের জানুয়ারি মাসে। কিন্তু সাত মাসে বাছুরের জন্ম হওয়ায় বেশ দুর্বল এবং অসুস্থ রয়েছে।
জন্ম নেয়া এ সাদাকালো রংয়ের ফ্রিজিয়ান জাতের বাছুরটি এখন পর্যন্ত জীবিত আছে। তবে এর পূর্বে ওই গরুর গর্ভে জন্ম নেয়া দুইটি বাছুর স্বাভাবিক ছিল বলে নেয়া বলে তিনি জানান। এ ব্যাপারে উপজেলা প্রাণিসম্পদ অফিসের ভেটেরিনারি সার্জন ডা. মো. ইউনুস আলী জানান, কনজিমেটাল অ্যাবনরমালিস্ট এবং জেনিটেক ডিফেক্ট এর কারণে এ ধরনের ঘটনা ঘটে থাকে। তবে এ ধরনের বাছুর সাধারণত বাঁচে না। তারপর সাত মাসে জন্মগ্রহণ করেছে। এটাকে গর্ভপাত বলা যায়। তবু বাছুরটিকে বাঁচাতে আমাদের প্রাণপণ চেষ্টা অব্যাহত আছে।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কৃষিবিদ মো. মুহিবুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, গরুটির বাছুর প্রসব করার কথা ১০ মাসে। কিন্তু সাত মাসে জন্ম নেয়া অস্বাভাবিক বাছুরটিকে বাঁচাতে ইনকিউবেটর প্রয়োজন। কিন্তু উপজেলার প্রত্যন্ত অঞ্চলে এ ধরনের উন্নত চিকিৎসা সুবিধা দেয়া সম্ভব নয়। এদিকে বিরল এ ঘটনায় এলাকায় বেশ চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। চার চোখ ও দুই মুখওয়ালা বাছুরের কথা শুনে মানুষ ছুটে যাচ্ছেন এক নজর দেখার জন্য। এমন আশ্চর্য ঘটনা আগে কখনও দেখেননি বলে জানিয়েছেন এলাকাবাসী। এ বাছুর নিয়ে নানান বিতর্কে জড়িয়ে যাচ্ছেন গ্রামের মানুষ।
আমাদের ফেইসবুক Link: ট্রাস্টনিউজ২৪