বাগেরহাটের রামপালে শাশুড়ির পরকীয়া ফাঁস করায় অন্তঃসত্ত্বা গৃহবধূকে নির্যাতনের ঘটনায় স্বামী ও শাশুড়িকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (১৪ ডিসেম্বর) রাতে রামপাল থানা পুলিশ উপজেলার রনসেন এলাকায় অভিযান চালিয়ে নির্যাতিতা গৃহবধূর স্বামী শেখ আশিকুর রহমান সোহান (৩০) ও শাশুড়ি তহমিনা বেগমকে (৫০) গ্রেফতার করে।
এর আগে সোমবার (১৪ ডিসেম্বর) সকালে নির্যাতিতা গৃহবধূ সাদিয়া আক্তার মান্নি বাদী হয়ে স্বামী শেখ আশিকুর রহমান সোহান ও শাশুড়ি তহমিনা বেগমসহ ছয়জনকে আসামি করে রামপাল থানায় একটি মামলা দায়ের করেন। বাগেরহাটের রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনজুরুল ইসলাম বলেন, স্বামীর নির্যাতনের শিকার সাদিয়া আক্তার মান্নি বাদী হয়ে রামপাল থানায় একটি মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর আমরা দুই আসামিকে গ্রেফতার করেছি। অন্যদের গ্রেফতারে অভিযান চলছে।
উল্লেখ্য, চলতি বছরের ৬ জানুয়ারি বাগেরহাটের রামপাল উপজেলার রনসেন গ্রামের আশিকুর রহমান সোহানের সঙ্গে তার বিয়ে হয়। বিয়ের ৩ মাস পর মান্নি জানতে পারেন, তার শাশুড়ি পরকীয়ায় আসক্ত। ঘটনাটি স্বামীকে জানালে শুরু হয় নানা অত্যাচার নির্যাতন। একপর্যায় মান্নি আট মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়লে তার ওপর বাড়ে নির্যাতন। এ ঘটনায় মান্নির পরিবার বাগেরহাট লিগ্যাল এইডে বিচার চেয়ে আবেদন করে। সেখানে তার স্বামী আশিকুর রহমান সোহান স্ত্রীকে মেনে নেবেন না বলে চলে যায়। পরের দিন ৯ ডিসেম্বর সন্ধ্যায় মান্নির বাড়িতে আসে আশিকুর রহমান সোহানসহ আরও কয়েকজন। এ সময় মান্নির মা অতিথি আপ্যায়নে ব্যস্ত থাকেন। এরই মধ্যে ঘরের বারান্দায় বসে অন্তঃসত্ত্বা মান্নিকে মেরে ও মাথায় কুপিয়ে আহত করে পালিয়ে যায় তারা। এরপর মান্নিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।
আমাদের ফেইসবুক Link: ট্রাস্টনিউজ২৪