শনিবার উত্তম কুমার মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে অসুস্থ হয়ে পড়েন। তাকে কারাগার হাসপাতালে ভর্তি করা হয়। মঙ্গলবার সকালে চিকিৎসা চলাকালে তিনি মারা যান। দিনাজপুর জেলা কারাগার হাসপাতালে উত্তম কুমার সাহা (৪২) নামে এক হাজতির মৃত্যু হয়েছে। তিনি জেলার নবাবগঞ্জ উপজেলার এক ছাত্র ধর্ষণ মামলার আসামি। মঙ্গলবার সকালে দিনাজপুর জেলা কারাগার হাসপাতালে তিনি মারা যান। মৃত উত্তম কুমার সাহা নবাবগঞ্জ উপজেলার বিনোদনগর ইউনিয়নের শিবপুর গ্রামের বাসিন্দা। তিনি ওই উপজেলার শিবপুর বোয়ালমারিয়া উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক।
পুলিশ জানায়, ১২ অক্টোবর উপজেলার শিবপুর গ্রামের এক ছাত্রকে ধর্ষণের অভিযোগে উত্তম কুমারের বিরুদ্ধে মামলা হয়। ওই দিনই তিনি আদালতে আত্মসমর্পন করে জামিনের আবেদন করেন। জামিন নাকচ করে বিচারক তাকে জেলহাজতে পাঠানোর আদেশ দেন। তিনি ১৬দিন ধরে দিনাজপুর জেলা কারাগারে ছিলেন।
কারাধ্যক্ষ মোকাম্মেল হোসেন জানান, শনিবার উত্তম কুমার মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে অসুস্থ হয়ে পড়েন। তাকে কারাগার হাসপাতালে ভর্তি করা হয়। মঙ্গলবার সকালে চিকিৎসা চলাকালে তিনি মারা যান। কারাধ্যক্ষ আরও জানান, প্রাথমিক ডাক্তারি পরীক্ষার পর তার পরিবার ময়নাতদন্ত না করার জন্য আবেদন করেন। মঙ্গলবার দুপুরে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।