সিরাজগঞ্জ সদর উপজেলায় আট বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে এক ব্যক্তিকে স্থানীয়রা আটক করে পুলিশে সোপর্দ করেছে। ওই ব্যক্তির নাম মো. কালাম (৪৮)। পেশায় রংমিস্ত্রি ও সিরাজগঞ্জ পৌরসভার বাসিন্দা তিনি। শনিবার বিকেলের দিকে এ ঘটনা ঘটে। রোববার (১৫ নভেম্বর) সকাল ৯টার দিকে সদর থানার উপপরিদর্শক (এসআই) শরিফুল ইসলাম সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, শিশুটিকে চিকিৎসার জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যার বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। কালামকে আদালতে পাঠানো হয়েছে ।
এলাকাবাসী সূত্রে জানা যায়, শিশুটিকে স্থানীয় জলাশয়ে শাপলা ফুল তুলতে দেখেন কয়েকজন। এ সময় ওই স্থানে কালামকেও দেখা যায়। কিছুক্ষণ পর কাউকে না দেখতে পেয়ে তাদের সন্দেহ হয়। হঠাৎ পাশের একটি ধানক্ষেত থেকে শিশুটির চিৎকার শুনে তারা ছুটে যান। এ সময় কালামকে আটক করে এলাকাবাসী মারধর করেন। পরে পুলিশে খবর দেয়া হলে সদর থানার পুলিশ গিয়ে মো. কালামকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়। রাতেই শিশুটির বাবা বাদী হয়ে থানায় মামলা করেছেন।