টাঙ্গাইলের সখীপুরে ছয় বছরের শিশুকে ধর্ষণচেষ্টা মামলায় এক কবিরাজকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) সকালে তাকে টাঙ্গাইল আদালতে পাঠালে আদালতের বিচারক কবিরাজকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।
গ্রেফতার হওয়া কবিরাজ সাহেব আলী খান উপজেলার কালিয়ান গ্রামের মৃত আলী হোসেন খানের ছেলে। বুধবার (১০ ফেব্রুয়ারি) রাতে শিশুটির মা সখীপুর থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করলে ওই রাতেই পুলিশ অভিযুক্ত কবিরাজকে গ্রেফতার করে।
মামলা সূত্রে জানা যায়, গত ৪ ফেব্রুয়ারি বিকেলে ওই কবিরাজ প্রতিবেশী ওই শিশুকে ঝাড়ফুঁক দেয়ার কথা বলে ফুসলিয়ে নির্জন বাড়িতে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। এ সময় মেয়েকে খুঁজতে শিশুটির মা ওই বাড়িতে গেলে কবিরাজ দৌড়ে পালিয়ে যায়।
বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসা করার প্রস্তাব দেয়ার কারণে মামলা করতে দেরি হয়েছে বলে জানা যায়। এ ব্যাপারে সখীপুর থানার পরিদর্শক (তদন্ত) লুৎফুল কবির বলেন, মামলা হওয়ার পর রাতেই আসামিকে গ্রেফতার করে টাঙ্গাইল আদালতে পাঠানো হয়েছে। আদালতের বিচারক তাকে জেল হাজতে পাঠান।
আমাদের ফেইসবুক Link : ট্রাস্টনিউজ২৪