দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় রেললাইনে পড়ে ছিল শিফাত আহম্মেদ শিশির (১৭) নামের এক কলেজছাত্রের পা–কাটা লাশ। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে ফুলবাড়ী পৌর শহরের রেলঘুমটি–সংলগ্ন রেললাইনের পাশ থেকে লাশটি উদ্ধার করে পার্বতীপুর রেলওয়ে থানার পুলিশ।
নিহত শিফাত আহম্মেদ উপজেলার কাজীহাল ইউনিয়নের আঁখিঘোটনা গ্রামের আবদুল খালেকের ছেলে। সে ফুলবাড়ী শহীদ স্মৃতি আদর্শ কলেজের একাদশ শ্রেণির ছাত্র ছিল।
নিহতের চাচাতো ভাই মেজবা কামাল বলেন, শিফাত গতকাল সকাল সাড়ে আটটায় বাড়ি থেকে কলেজ যাওয়ার জন্য বের হয়। কলেজ শেষে পৌর এলাকার চকচকা গ্রামে