দিনাজপুরে জঙ্গিবাদ, মৌলবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে দিনাজপুর জেলা মহিলা আওয়ামীলীগ আয়োজিত মানববন্ধন, বিক্ষোভ সমাবেশ ও মিছিল কর্মসুচী পালন করা হয়েছে। ২ ডিসেম্বর বুধবার দিনাজপুর প্রেসক্লাব সম্মুখ সড়কে জেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক এমপি সুলতানা বুলবুল ও সাধারন সম্পাদক তারিকুন বেগম লাবুন এর নেতৃত্বে এ কর্মসুচী পালন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন জেলা মহিলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক সাবিনা সুলতানা, সদস্য সেলিনা মিতা, দিনাজপুর শহর মহিলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক সেহেলী আক্তার ছবি, শহর মহিলা লীগ নেত্রী আলেয়া বেগম, শাহনাজ শিউলি, সম্পা দাস মৌ, হাসিনা আক্তার শিউলি, রিতা ইসলাম, রওশন জাহান হেনা, ফিরোজা আক্তার, ফাতেমা, নাসরিন, রোজাতুন, ইয়াসমিনসহ মহিলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ।
মানববন্ধনে বক্তারা বলেন এ দেশ স্বাধীনতার পক্ষের দেশ। জঙ্গিবাদ, মৌলবাদ ও সাম্প্রদায়িকতা এ দেশে স্থান নেই। এ দের বিরুদ্ধে মহিলা লীগ প্রস্তুত রয়েছে। সকল প্রকার ষড়যন্ত্র প্রতিহত করতে মহিলা লীগ ঝাপিয়ে পড়বে। তবুও এদেশে কোন জঙ্গিবাদ ও সাম্প্রদায়িকতা সৃষ্টি করতে দেয়া হবে না।
আমাদের ফেইসবুক Link: ট্রাস্টনিউজ২৪