শনিবার ৭ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৩শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ | ৪ঠা রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

দিনাজপুরে শেখ কামালের ৭২তম জন্মবার্ষিকী উপলক্ষে তার প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ অর্পণ

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জ্যৈষ্ঠ পুত্র বীরমুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এর ৭২তম জন্মবার্ষিকী উপলক্ষে দিনাজপুরে শেখ কামালের প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ অর্পণ করেছে আওয়ামী লীগসহ বিভিন্ন সংগঠন ও সরকারি-বেসরকারি অফিস।

দিবসটি উপলক্ষে আজ বৃহস্পতিবার সকাল ১০টায় দিনাজপুর জেলা প্রশাসন চত্বরে স্থাপিত শেখ কামাল এর প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ অর্পণ করেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি। এরপর শ্রদ্ধার্ঘ অর্পণ করেন জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকী, পুলিশ সুপার মোহাম্মদ আনোয়ার হোসেন বিপিএিম, পিপিএম (বার)। এছাড়াও শহর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রায়হান কবির সোহাগ, সাধারণ সম্পাদক এসএম খালেক্জ্জুামান রাজুসহ সংগঠনের সকল নেতাকর্মী, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও কোতয়ালী আওয়ামী লীগের সভাপতি ইমদাদ সরকার, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম এর নেতৃত্বে সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা শ্রদ্ধার্ঘ অর্পণ করেন।

পর্যায়ক্রমে শ্রদ্ধার্ঘ অর্পণ করেন সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডারসহ বীরমুক্তিযোদ্ধারা, দিনাজপুর প্রেসক্লাবের সভাপতি স্বরূপ বক্শী বাচ্চু ও সাধারণ সম্পাদক সুব্রত মজুমদার ডলার এর নেতৃত্বে সাংবাদিকগণ, দিনাজপুর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. আবু বকর সিদ্দিক এর নেতৃত্বে অন্যান্য কর্মকর্তা-কর্মচারীগণ, দিনাজপুর নাট্য সমিতির সভাপতি চিত্ত ঘোষ এর নেতৃত্বে সাংস্কৃতিককর্মীরা, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ পরিচালক মোর্শেদ আলী খান এর নেতৃত্বে ডে কেয়ার কর্মকর্তা রেজভিন শারমিনাজ ইসলামসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারী, গণপূর্ত বিভাগ, সড়ক ও জনপথ বিভাগ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদিকা তরিকুন বেগম লাবুন, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, শহর যুবলীগের সভাপতি আশরাফুল আলম রমজান, সাধারণ সম্পাদক সোহরাব হোসেন ও কোতয়ালী যুবলীগের সাধারণ সম্পাদক নুরে আলম সিদ্দিকী এর নেতৃত্বে সংগঠনের অন্যান্য নেতাকর্মী, স্বেচ্ছাসেবকলীগ নেতা রাইসুল ইসলাম, শহর স্বেচ্ছাসেবকলীগের সভাপতি রাকিবুল হাসান সবুজ, সদর উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আব্দুস সালাম সরকার, সাধারন সম্পাদক রাকিবুল ইসলাম রাকিব এর নেতৃত্বে সংগঠনের অন্যান্য নেতাকর্মী প্রমুখ সংগঠন ও সরকারি-বেসরকারী অফিসের কর্মকর্তা-কর্মচারী।

Enable Notifications OK No thanks