প্রায় দেড় মাসের শ্রীলংকা সফর শেষে গেল সপ্তাহে দলের ৫ ক্রিকেটারকে রেখেই দেশে ফেরে ভারতীয় ক্রিকেট দল।
তাদের মধ্যে দুজন সেখান থেকেই উড়ে গেছেন ইংল্যান্ডে। শিখর ধাওয়ান দল ছেড়ে যোগ দিয়েছেন বিরাট কোহলির দলে।
আর বাকি তিন খেলোয়াড় শ্রীলংকার হোটেলেই থেকে গিয়েছিলেন। কারণ তিনজনই ছিলেন করোনা পজিটিভ। অবশেষে শ্রীলংকার হোটেলে আইসোলেশনে চিকিৎসা নিয়ে করোনামুক্ত হলেন তারা। ফিরলেন দেশে।
এ তিন ভারতীয় তারকা হলেন— ক্রুনাল পান্ডিয়া, যুজভেন্দ্র চাহাল ও কৃষ্ণাপ্পা গোথাম।
করোনার কারণে ভারত-শ্রীলংকা সরাসরি ফ্লাইট বন্ধ থাকায় প্রথমে মালদ্বীপে যান তারা। সেখান থেকে ভারতের কোচি হয়ে মুম্বাই গেছেন ক্রুনাল ও চাহাল। আর ব্যাঙ্গালুরু গেছেন গোথাম।
শ্রীলংকার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের আগে গত ২৮ জুলাই সফরের প্রথম সদস্য হিসেবে করোনাভাইরাসে আক্রান্ত হন ক্রুনাল। তখন সতর্কতাস্বরূপ আরও ৮ ক্রিকেটারকে আইসোলেশনে পাঠায় ভারত।
পরে চাহাল ও গোথামও কোভিড-১৯ পজিটিভ শনাক্ত হন। ১০ দিন আইসোলেশনে রাখা হয় এ তিন তারকাকে। এরই মধ্যে সিরিজ সমাপ্ত তাদের রেখেই দেশে ফেরেন ভারতীয় দল।
আমাদের ফেইসবুক Link : ট্রাস্ট নিউজ ২৪