একজন জনপ্রিয় সংগীতশিল্পী হিসেবেই পরিচিত সামিনা চৌধুরী। তবে গানের পাশাপাশি মাঝে মধ্যে অভিনয় করার অভিজ্ঞতা আছে। সেই অভিজ্ঞতা নিয়ে ‘রূপকথা’ নামের একটি ৭ পর্বের ঈদ ধারাবাহিকে অভিনয় করেছিলেন তিনি।
তারিক মুহম্মদ হাসানের পরিচালনায় এটি ঈদের দিন থেকে প্রচার শুরু হয়। ২৭ জুলাই নাটকটির প্রচার শেষ হচ্ছে। নাটকটির প্রচার শুরু হওয়ার পর থেকে দর্শকের কাছে থেকে ইতিবাচক সাড়া পাচ্ছেন তিনি। এ নাটকে একজন মনোচিকিৎসকের ভূমিকায় অভিনয় করেছিলেন সামিনা চৌধুরী।
এ প্রসঙ্গে তিনি বলেন, ‘গানই আমার ধ্যানজ্ঞান।তরুণ সমাজের কথা চিন্তা করেই নাটকটিতে অভিনয় করেছি আমি। এরকম সামাজিক দায়বদ্ধতা নিয়ে কাজ করতে আমার আপত্তি নেই। দর্শক যদি চান তাহলে বক্তব্যনির্ভর নাটকে অভিনয় করব সামনে।’
এদিকে গানেও বরাবরের মতোই নিয়মিত কাজ করে যাচ্ছেন তিনি। পর্যায়ক্রমে তার নতুন গান প্রকাশ হচ্ছে।
আমাদের ফেইসবুক Link : ট্রাস্ট নিউজ ২৪