অস্ট্রেলিয়ার সাবেক লেগ স্পিনার শ্যান ওয়ার্ন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আইসোলেশনে আছেন।
ইংল্যান্ডে ‘দ্য হান্ড্রেড’ ক্রিকেট প্রতিযোগিতায় লন্ডন স্পিরিট দলের প্রধান কোচ ওয়ার্ন।
তিনি ছাড়াও দলের সঙ্গে যুক্ত আরও একজনের কোভিড পরীক্ষার ফল পজিটিভ এসেছে। তিনি লন্ডন স্পিরিট দল পরিচালনা কমিটির সদস্য। খবর হ্যারাল্ড সান ও ক্রিকইনফোর।
রোববার সকালে লন্ডন স্পিরিটের ম্যাচ ছিল সাদার্ন ব্রেভের সঙ্গে। লর্ডসে ওই ম্যাচ শুরু হওয়ার আগে ওয়ার্ন অসুস্থ বোধ করেন। তার ল্যাটারাল ফ্লো পরীক্ষা করা হয়। সেই পরীক্ষার ফল পজিটিভ এসেছে। পিসিআর পরীক্ষার ফল এখনও জানা যায়নি।
তবে লন্ডন স্পিরিট দলের কোনো ক্রিকেটার করোনায় আক্রান্ত হননি।
দ্য হান্ড্রেড প্রতিযোগিতার প্রথম ১০ দিনের মধ্যে ওয়ার্ন দ্বিতীয় কোচ, যিনি করোনায় আক্রান্ত হলেন।
এর আগে জিম্বাবুয়ের সাবেক অধিনায়ক এবং ট্রেন্ট রকেটসের প্রধান কোচ অ্যান্ডি ফ্লাওয়ার করোনায় আক্রান্ত হয়েছিলেন।
আমাদের ফেইসবুক Link : ট্রাস্ট নিউজ ২৪