রাজধানীর মিরপুরের কাজীপাড়া এলাকায় মৌ (৩২) নামের এক গৃহবধূকে আগুনে পুড়িয়ে হত্যার চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। অগ্নিদগ্ধ মৌকে রোববার রাতে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া চিকিৎসকদের বরাত দিয়ে প্রথম আলোকে বলেন, ওই গৃহবধূর শরীরের ৪৬ ভাগ পুড়ে গেছে।
মৌয়ের নিকটাত্মীয় শামীম প্রথম আলোকে বলেন, রাত ১০টার দিকে অগ্নিদগ্ধ মৌকে হাসপাতালে আনা হয়েছে। তবে কারা মৌয়ের শরীরে আগুন দিয়েছে, সে ব্যাপারে কিছু জানাতে পারেননি তিনি।
কাফরুল থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) অপু রায়হান প্রথম আলোকে বলেন, মৌ নামের এক গৃহবধূর শরীরে আগুন ধরিয়ে হত্যার চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। পুরো ঘটনা তদন্ত করা হচ্ছে।
অবশ্য এ ঘটনার তদন্তভার পাওয়া কাফরুল থানার উপপরিদর্শক (এসআই) ইমদাদুল ইসলাম প্রথম আলোকে বলেন, কে কীভাবে মৌয়ের শরীরে আগুন লাগিয়েছে, সেটি এখনো জানা সম্ভব হয়নি। পুরো ঘটনার রহস্য উদঘাটনের চেষ্টা চলছে।
আমাদের ফেইসবুক Link : ট্রাস্ট নিউজ ২৪