একজন সুকণ্ঠী গায়িকা হিসেবে জনপ্রিয় ফাহমিদা নবী। করোনাকাল শুরু হওয়ার পর দীর্ঘ সময় যুক্তরাজ্যে অবরুদ্ধ ছিলেন। গত বছরের শেষভাগে তিনি দেশে ফিরেন। ফিরেই একের পর এক নতুন গানে কণ্ঠ দিচ্ছেন। সেই ধারাবাহিকতায় সম্প্রতি তিনটি নতুন গানে কণ্ঠ দিয়েছেন। আলাদা তিনটি প্রযোজনা সংস্থা থেকে গানগুলো প্রকাশ হবে।
এ প্রসঙ্গে ফাহমিদা নবী বলেন, করোনার কারণে কোনো কাজই ঠিকমতো করতে পারছি না। ঘরে বসে আর কতদিন থাকা। সারা জীবন তো গানের সঙ্গেই আছি। গান ছাড়া অন্য কোনো দিকে মনযোগ নাই আমার। কিন্তু নতুন গান তৈরির বেশিরভাগ পরিকল্পনাই ভেস্তে যাচ্ছে। প্রতিকূল পরিবেশের মধ্যেও কিছু কাজ করছি। শ্রোতাদের ভালোলাগার মতো করেই গানগুলো তৈরি হচ্ছে। আশা করছি আমার নতুন এ তিনটি গান অচিরেই প্রকাশ পাবে এবং তা শ্রোতাদের ভালো লাগবে।
এদিকে তার দশজন গানের শিক্ষার্থীকে নিয়ে একটি গানের অ্যালবাম তৈরির কাজ শুরু করেছেন ফাহমিদা নবী। চলতি বছরেই সেই প্রজেক্টটিও প্রকাশ পাবে বলে জানিয়েছেন এই শিল্পী। গানের পাশাপাশি একজন টিভি অনুষ্ঠান উপস্থাপক হিসেবেও কাজের অভিজ্ঞতা আছে তার। তবে করোনাকালে উপস্থাপনার কাজটি বন্ধ রেখেছেন তিনি। এছাড়া গত ঈদে দীর্ঘদিন পর টিভি লাইভে গান গাইতে দেখা গেছে ফাহমিদা নবীকে।
আমাদের ফেইসবুক Link : ট্রাস্ট নিউজ ২৪