বাংলাদেশ সফরে দুটি টেস্ট ও তিন ওয়ানডে খেলবে উইন্ডিজ দল। এ দুই সংস্করণের সিরিজের জন্য আজ দুটি আলাদা আলাদা প্রাথমিক দল ঘোষণা করেছে বিসিবি। ওয়ানডের দলে আছেন ২৪ জন, টেস্ট দলে জায়গা পেয়েছেন ২০ জন। ওয়ানডে দলে নেই জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। ওদিকে টেস্ট দলে এবারও জায়গা পাননি মাহমুদ উল্লাহ।
১০ জানুয়ারি ঢাকায় পা রাখার কথা উইন্ডিজ ক্রিকেট দলের। সিরিজ চলবে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত। ঢাকা ও চট্টগ্রামে অনুষ্ঠিত হবে ম্যাচগুলো। কিছুদিন আগে এ দুই সংস্করণের সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছিল ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড (সিডব্লুআই)। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে দুটি টেস্ট খেলা হবে। আইসিসি ওয়ার্ল্ড কাপ সুপার লিগ মাথায় রেখে ওয়ানডে সিরিজ খেলবে ওয়েস্ট ইন্ডিজ। ২০ জানুয়ারি ঢাকায় গড়াবে প্রথম ওয়ানডে। চট্টগ্রামে অনুষ্ঠিত হবে শেষ ওয়ানডে। ৩ ফেব্রুয়ারি চট্টগ্রামে শুরু হবে প্রথম টেস্ট। ১১ ফেব্রুয়ারি ঢাকায় শুরু হবে দ্বিতীয় টেস্ট
মুমিনুল হকের নেতৃত্বে টেস্ট দলে আরও যাঁরা আছেন: সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুশফিকুর রহিম, লিটন দাস, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, মেহেদী হাসান, তাইজুল ইসলাম, সাদমান ইসলাম, নাজমুল হোসেন, মোহাম্মদ মিঠুন, ইয়াসির আলি, সাইফ হাসান, আবু জায়েদ, খালেদ আহমেদ, হাসান মাহমুদ, নূরুল হাসান, নাঈম হাসান, এবাদত হোসেন।
তামিম ইকবালের নেতৃত্বে ওয়ানডের প্রাথমিক স্কোয়াডে ডাক পেয়েছেন: সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদ উল্লাহ, সৌম্য সরকার, মোস্তাফিজুর রহমান, মেহেদী হাসান, তাসকিন আহমেদ, রুবেল হোসেন, মোহাম্মদ মিঠুন, লিটন দাস, নাজমুল হোসেন, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন, ইয়াসির আলি, নাঈম শেখ, আল-আমিন হোসেন, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ, সাইফ উদ্দিন, তাইজুল ইসলাম, নাসুম আহমেদ, পারভেজ হোসেন, মাহাদি হাসা।
আমাদের ফেইবুক Link : ট্রাস্ট নিউজ ২৪