
সিলেটের এক ১৬ বছর কিশোরীকে আটকে মেয়েটির প্রেমিক ও তার বন্ধুরা মিলে ধর্ষণ করার অভিযোগ পাওয়া যায়।
পরে জানা গেছে, বিয়ের প্রলোভন দেখিয়ে গত ২০ নভেম্বর রাতে গোয়াইনঘাট উপজেলার তোয়াকুল ল এক কিশোরীকে নিয়ে পালিয়ে যায় জাকির আহমেদ মুহসিন (২৪) নামে এক যুবক।
ওইদিন রাত ১০টার দিকে কিশোরীর বাবা-মা তাদের মেয়েকে খোঁজে না পেয়ে পরে জানতে পারেন জাকির (২৪) তাদের মেয়েকে নিয়ে পালিয়ে গেছে। পরে ওই কিশোরীর পিতা জাকিরকে অভিযুক্ত করে থানায় একটি অভিযোগ দায়ের করেন।
এ অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত করে। কিশোরীকে উদ্ধার এবং জাকিরকে গ্রেফতারের জন্য পুলিশ বিভিন্ন স্থানে একাধিক অভিযান চালান।
পরের দিন পরে রবিবার (২৯ নভেম্বর) সন্ধ্যার দিকে শাহপরাণ থানাধীন সিলেট শহরতলির কল্লোগ্রাম এলাকা থেকে ওই কিশোরী উদ্ধার করেন পুলিশ।
এছাড়াও উক্ত কাজে জরিত হোসেন ও চেরাগ আলীর ছেলে আলী হোসেনকে গ্রেফতার করা হয়।
পরে নির্যাতিতা কিশোরী জানান, জাকিরের সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিল। ২০ নভেম্বর রাতে তার বাড়িতে হঠাৎ করে জাকির উপস্থিত হয় তার সঙ্গে পালিয়ে যেতে বলে। পালিয়ে না গেলে জাকির আত্মহত্যার হুমকি দেয়। তাই ওই কিশোরী ভয়ে কাউকে কিছু না বলেই জাকিরের সাথে পালিয়ে যায়।
কিশোরীকে নিয়ে ওইদিন রাতে চেঙ্গেরখাল নদীর পারে জাকির আরো ৪/৫ জন যুবকের সঙ্গে দেখা করে। জাকির এ সময় এইসব যুবকদের তার বন্ধু বলে পরিচয় দেন কিশোরীর কাছে।
ওই রাতেই কিশোরীর চোখ বেঁধে এা গ্রামে নিয়ে গিয়ে ওরা সবাই গনধর্ষণ করে। এছাড়াও গত ৮ দিনে টানা সবাই একাধিকবার ওই কিশোরীকে গনধর্ষণ করে।
ধর্ষণের আগে পানির সঙ্গে মিশিয়ে গর্ভ নষ্ট করার ওষুধও খাওয়ানো হয় ওই কিশোরীকে।
এই আলোকে অভিযান চালিয়ে মেয়েটিকে উদ্ধার ও অভিযুক্তদের গ্রেফতার করা হয়েছে।
আমাদের ফেইসবুক Link : ট্রাস্ট নিউজ ২৪