দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ১৮৯ রানের চ্যালেঞ্জিং স্কোর তাড়া করতে নেমে রেকর্ড গড়া জয় পেল পাকিস্তান। ৪ উইকেটের এই জয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল বাবর আজমের দল।
শনিবার (১০ এপ্রিল) জোহেন্সবার্গে টস জিতে ব্যাটিং করতে নেমে ৬ উইকেট হারিয়ে ১৮৮ রান করে দক্ষিণ আফ্রিকা। টার্গেটে খেলতে নেমে ১৯ ওভার ৫ বলে ৪ উইকেটে পাকিস্তান জয় নিয়ে মাঠ ছাড়ে।
পাকিস্তানের এই জয়ে বড় অবদান রাখেন উইকেট্রক্ষক-ব্যাটসম্যান মোহম্মদ রিজওয়ান। তিনি ৫০ বলে ৭৪ রান করে অপরাজিত থাকেন। দ্বিতীয় সর্বোচ্চ ১৪ বলে ৩০ আসে ফাহিম আশরাফের ব্যাট থেকে। এছাড়া বাবর আজম ২৭, ফখর জামান ১৩ ও হায়দার আলী ১৪ রন করেন।
এদিকে, এই ম্যাচে অন্য এক রেকর্ড গড়লেন বাবর আজম। এশিয়ার প্রথম ব্যাটসম্যান হিসেবে টি-টোয়েন্টিতে দ্রুততম ৬০০০ রান সংগ্রহের ইতিহাস গড়লেন তিনি। মাত্র ১৬৫ ম্যাচে এই রেকর্ড গড়লেন পাকিস্তানের অধিনায়ক।
এই রেকর্ড গড়ার পথে বাবর ছাড়িয়ে গেছেন বিশ্বের এই সময়ের অন্যতম সেরা ব্যাটসম্যান ও ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি এবং অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যারন ফিঞ্চকে।
টি-টোয়েন্টিতে সবচেয়ে কম ১৬২ ম্যাচে দ্রুততম ৬০০০ হাজার রান সংগ্রহের রেকর্ড গড়েন ওয়েস্ট ইন্ডিজের তারকা ব্যাটসম্যান ক্রিস গেইল। দ্বিতীয় পজিশনে আছেন বাবর।
আমাদের ফেইসবুক Link : ট্রাস্ট নিউজ ২৪