প্রাণঘাতী করোনায় আক্রান্ত হয়েছেন রিয়াল মাদ্রিদের ‘গোল মেশিন’ ফরাসি তারকা করিম বেনজেমা।
তার করোনায় আক্রান্ত হওয়ার খবর জানিয়েছে রিয়াল মাদ্রিদ ক্লাব।
শুক্রবার এক বিবৃতিতে স্প্যানিশ জায়ান্ট ক্লাবটি লিখেছে, ফরাসি ফরোয়ার্ডের শরীরে কোভিড-১৯ পজিটিভ শনাক্ত হয়েছে। তবে করোনায় তার বর্তমান শারীরিক অবস্থা কি বা এখন কোথায় আইসোলেশনে রয়েছেন সে বিষয়ে বিস্তারিত কিছুই জানায়নি ক্লাবটি।
ফ্রান্সের হয়ে ২০২০ ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে অংশ নেওয়া ৩৩ বছর বয়সি এই ফুটবলার ছুটি শেষে শুক্রবার ক্লাবের অনুশীলনে যোগ দেওয়ার কথা ছিল।
আমাদের ফেইসবুক Link : ট্রাস্ট নিউজ ২৪