গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় সংক্রমিত হয়ে আরও ৩০ জনের মৃত্যু হয়েছে। একই সময় নতুন করে আরও ৮৩৪ জন রোগী সংক্রমিত হয়েছে। প্রায় পাঁচ মাস পর করোনা শনাক্ত হাজারের নিচে এল।
দেশে এখন পর্যন্ত ৫ লাখ ৮ হাজার ৯৯ জনের দেহে করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। তাঁদের মধ্যে ৭ হাজার ৪২৮ জনের মৃত্যু হয়েছে। সুস্থ হয়েছেন ৪ লাখ ৫০ হাজার ৪৮৮ জন।
আজ শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। গত ২ আগস্টের পর আজ এক দিনে নতুন রোগী হাজারের কম হয়েছে। তবে গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষাও তুলনামূলক কম হয়েছে।
অ্যান্টিজেনভিত্তিক পরীক্ষাসহ গত ২৪ ঘণ্টায় দেশে ৯ হাজার ৯১২ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার সংখ্যা বিবেচনায় রোগী শনাক্তের হার ৮ দশমিক ৪১ শতাংশ।
আমাদের ফেইবুক Link : ট্রাস্ট নিউজ ২৪