যুক্তরাজ্যে করোনার যে নতুন প্রজাতি পাওয়া হেছে তা এখনও বাংলাদেশে আসেনি। তবে যেকোন সময় আসতে পারে। কারণ এই নতুন প্রজাতি গুুুলো এক জায়গা থেকে আরেক জায়গায় ঘুরে বেড়ায়।
করোনার জিনোম সিকোয়েন্স নিয়ে কাজ করা চাইল্ড রির্সাস ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ড. সমীর সাহা এ তথ্য জানিয়েছে। আজ অনলাইনে এক মতবিনিময় সভায় তিনি এ তথ্য জানান।
সমীর সাহা বলেন, দেশে এ পর্যন্ত করোনার ৭০০ জিনোম সিকোয়েন্স করা হয়েছে। তবে কোন্ নির্দিষ্ট স্ট্রেইনে মানুষ মারা যাচ্ছে তা জানা যায়নি।
তিনি আরও বলেন, বাংলাদেশ থেকে একটা ভাইরাস অস্ট্রেলিয়ায় গেছে।
আমাদের ফেইসবুক Link : ট্রাস্ট নিউজ ২৪