বিপুল রায়
কুড়িগ্রাম প্রতিনিধিঃ
জেলার সদর উপজেলার কাঁচিচর বি.এ.জি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম, অব্যবস্থাপনার বিরুদ্ধে এলাকাবাসী, বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীদের মানববন্ধন সহ ২০ দফা দাবি আদায়ে বিভিন্ন কর্মসূচি পালন করা হয় কিন্তু প্রধান শিক্ষক মহোদয় কর্তৃক দাবি বাস্তবায়নের আশ্বাসে আমাদের পরবর্তী কর্মসূচি স্থগিত করা সহ বিভিন্ন বিষয়ে অনেকেই অবগত
ঐ প্রতিষ্ঠানের সাবেক শিক্ষার্থীদের মধ্যে মোঃ শেখ সাদি রহমান বলেন, অত্যন্ত দুঃখের সাথে বলতে হচ্ছে আজকে কাজের অগ্রগতি সম্পর্কে জানা সেই সাথে প্রতিষ্ঠানের প্রতি আন্তরিকতা এবং স্যারদের সহায়তার লক্ষ্যে আমরা ২০ টি দাবির কিছু দাবি বাস্তবায়নে এগিয়ে গিয়েছি। সে লক্ষ্যে আজকে কিছু গাছ, অভিযোগ বক্স, নোটিশ বোর্ড নিয়ে গিয়েছি। আমাদের ধারণা ছিল, আমাদের আশাহত হতে হবে না। কিন্তু স্কুলে পৌঁছার পর আমাদের আশাহত হতে হয়েছে। দাবি বাস্তবায়নের লক্ষ্যে প্রতিষ্ঠানের পক্ষে প্রয়োজনীয় কিছু পদক্ষেপ নেয়া তো দূরে থাক,
আমাদের সাথে প্রধান শিক্ষক মোঃ রুহুল আমিন স্যার অসৌজন্যমূলক আচরণ করেছে।এক পর্যায়ে এমন ভাষা প্রয়োগ করা হয়েছে যা শিক্ষক সমাজের জন্য লজ্জার। আমাদেরকে অসভ্য,মূর্খ সহ পরিবার তুলে গালি দেয়া হয়েছে।”কোনো মাগীর বাচ্চা আমার বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ প্রমাণ করতে পারবে না।