এ.কে পলাশ
কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লা নগরীর ইয়াসিন মার্কেট এলাকায় ইপিজেড গেইটের সামনে কাভার্ডভ্যান চাপায় মোটরসাইকেল আরোহী দুই ইপিজেড কর্মী নিহত হয়েছেন।
রবিবার (৮ সেপ্টেম্বর) জেলার সদর দক্ষিণ উপজেলার ইপিজেড গেইটের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, মো: হাসান মিয়া (২৪) টাঙ্গাইল জেলার নারুন্দা এলাকার মজনু মিয়ার ছেলে ও মো: মাসুম হোসাইন (২৯) খুলনার বানিশান্তা এলাকার হুমায়ুন হোসেনের ছেলে।
ঘটনা সুত্রে জানা যায়, অফিস ছুটি হওয়ার পর কুমিল্লা ইপিজেডের দুজন কর্মী মোটরসাইকেলযোগে ইপিজেড গেট থেকে বের হন। এসময় পেছন থেকে আসা একটি কাভার্ড ভ্যান তাদের চাপা দিলে ঘটনাস্থলে দুজন মারা যায়। এঘটনায় কাভার্ডভ্যানটি আমাদের হেফাজতে রয়েছে। দুজনের মরদেহ কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। লাশ সেখানে আছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কুমিল্লা সদর দক্ষিণ থানাধীন ইপিজেড পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা কবির হোসেন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘটনাস্থল পরিদর্শন শেষে ঘাতক কাভার্ডভ্যানটি ও নিহতদের মরদেহ উদ্ধার করে ফাড়িঁতে নিয়ে আসা হয়েছে বলে তিনি জানান।