কুমিল্লায় টাস্কফোর্সের অভিযানে তিনশত নব্বই পাঁচ পিছ ইয়াবাসহ এক মহিলা মাদক ব্যবসায়ী আটক।
কুমিল্লা প্রতিনিধি এ.কে পলাশ:
কুমিল্লা সদর নিশ্চিতপুর বাজার এলাকায় টাস্কফোর্সের অভিযানে তিনশত নব্বই পাঁচ পিছ ইয়াবাসহ এক মহিলা মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
শনিবার, একুশে সেপ্টেম্বর বিকেলে, জেলার সদর উপজেলার নিশ্চিতপুর বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
টাস্কফোর্স সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে, শনিবার বিকেলে, জেলার সদর উপজেলার নিশ্চিতপুর এলাকায় আদর্শ সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো: মেহেদী হাসানের নেতৃত্বে এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, কুমিল্লার উপ-পরিচালক চৌধুরী ইমরুল হাসানের নির্দেশনায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক কাজী দিদারুল আলমের সার্বিক তত্ত্বাবধানে পরিচালিত এই অভিযানে ডিএনসি-কুমিল্লা, পুলিশ ও বিজিবির সদস্যরা অংশগ্রহণ করে। মিলন বিবি, তিরাশি বছর বয়সী, নামে এক মহিলা মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে তিনশত নব্বই পাঁচ পিছ ইয়াবা উদ্ধার করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে টাস্কফোর্সে নেতৃত্বে থাকা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: মাহদি হাসান জানান, আটককৃত আসামির বিরুদ্ধে কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় মাদক আইনে মামলা দায়ের করে রবিবার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।