কুমিল্লা সদরে র্যাবের অভিযানে বারো কেজি গাঁজাসহ আটক একজন।
কুমিল্লা প্রতিনিধি এ.কে পলাশ:
কুমিল্লা সদর গোলাবাড়ি এলাকায় র্যাবের অভিযানে ভ্যান গাড়িতে পাওয়া যায় বারো কেজি গাঁজা, সঙ্গে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। এসময় মাদক চোরাচালানে ব্যবহৃত একটি ভ্যান গাড়িও জব্দ করা হয়।
বুধবার, পঁচিশে সেপ্টেম্বর দুপুরে জেলার সদর উপজেলার পাচথুবী ইউনিয়নের গোলাবাড়ি এলাকা থেকে র্যাব সদস্যরা তাকে আটক করে।
আটককৃত কিশোর মোঃ হৃদয়, বয়স পনেরো বছর, কুমিল্লা নগরীর টিক্কারচর গ্রামের মৃত জাকির হোসেনের ছেলে।
র্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১, সিপিসি-২ এর একটি দল বুধবার দুপুরে জেলার সদর উপজেলার পাচথুবী ইউনিয়নের গোলাবাড়ি এলাকায় মাদক বিরোধী অভিযান চালিয়ে একটি ভ্যান গাড়ি থেকে বারো কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করে। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত ভ্যান গাড়িটিও জব্দ করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে র্যাব-১১ সিপিসি-২ এর কোম্পানি অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার মাহমুদুল হাসান জানান, আটককৃত আসামি দীর্ঘদিন ধরে কুমিল্লার সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে কুমিল্লার বিভিন্ন স্থানে মাদক ব্যবসায়ী ও মাদক সেবীদের কাছে পাইকারি এবং খুচরা মূল্যে বিক্রয় করে আসছিল। র্যাব-১১ এর মাদক বিরোধী ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে এই অভিযান পরিচালিত হয়। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাব-১১ এর অভিযান অব্যাহত থাকবে।
আটককৃত কিশোর হৃদয়ের বিরুদ্ধে কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় মাদক আইনে মামলা দায়েরের পর, বুধবার সন্ধ্যায় থানা পুলিশের কাছে তাকে হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।