কুমিল্লা চৌদ্দগ্রামে যৌথবাহিনীর অভিযানে বিপুল অগ্নেআস্ত্রসহ যুবলীগ নেতা আটক।
কুমিল্লা প্রতিনিধি এ.কে পলাশ :
কুমিল্লা চৌদ্দগ্রামের হিঙ্গুলা এলাকায় যৌথবাহিনীর অভিযানে দুইটি এলজি, দুইটি পাইপগান, গান পাউডার, পিস্তল ও শটগানের গুলি এবং দেশীয় অস্ত্রসহ জালাল উদ্দিন সজীব নামে এক যুবলীগ নেতাকে আটক করেছে যৌথবাহিনী।
বৃহস্পতিবার, সাতাশে সেপ্টেম্বর দিবাগত রাতে জেলার চৌদ্দগ্রাম উপজেলার হিন্দুলা গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করে যৌথবাহিনী।
আটককৃত জালাল উদ্দিন সজীব জেলার চৌদ্দগ্রাম উপজেলার কানকাপৈত ইউনিয়নের হিন্দুলা এলাকার বাসিন্দা।
যৌথবাহিনী সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে চৌদ্দগ্রাম উপজেলার কানকাপৈত ইউনিয়নের হিঙ্গুলা গ্রামে সেনাবাহিনীর চৌদ্দগ্রাম ক্যাম্প কমান্ডারের নেতৃত্বে যৌথ অভিযান পরিচালনা করা হয়। এসময় সন্ত্রাসী জালাল উদ্দিন সজীবের বাড়িতে অভিযান চালিয়ে দুইটি একনালা এলজি, দুইটি একনালা পাইপগান, একটি পিস্তলের ম্যাগজিন, দুইটি শটগানের কার্তুজ শিসা, একটি রাবারের শটগান কার্তুজ, এয়ারগানের একশত ছত্রিশটি অ্যামো, গান পাউডার চারশত পঞ্চাশ গ্রাম, আয়রন স্টোন তিনশত পঞ্চাশ গ্রাম, ত্রিশটি ফয়েল পেপার, বক্সিং হুক, ওয়্যার কাটার, এবং ছয়টি দেশীয় ছুরিসহ সজীবকে আটক করা হয়। অস্ত্র উদ্ধারের পর তা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কুমিল্লা চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এটিএম আক্তারুজ্জামান জানান, আটককৃত সন্ত্রাসী সজিবের বিরুদ্ধে অস্ত্র ও বিস্ফোরক আইনে মামলা দায়ের করা হয়েছে, এবং শুক্রবার বিকেলে কুমিল্লা আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।