কুমিল্লা চৌদ্দগ্রাম থানা পুলিশের অভিযানে চুয়াল্লিশ কেজি গাঁজা উদ্ধার। আটক চারজন।
কুমিল্লা প্রতিনিধি এ.কে পলাশ:
কুমিল্লার চৌদ্দগ্রামের মূন্সীরহাট ইউনিয়নের দেড়কোটা বাজার এলাকায় থানা পুলিশের অভিযানে চুয়াল্লিশ কেজি গাঁজাসহ চারজনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় মাদক পরিবহন কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকার এবং একটি মাইক্রোবাস জব্দ করেছে পুলিশ।
শুক্রবার, ছাব্বিশে সেপ্টেম্বর, উপজেলার মুন্সীরহাট ইউপির দেড়কোটা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে থানা পুলিশ। আটককৃত আসামিরা হলো: মোঃ সবুজ, যার বয়স চৌত্রিশ, উপজেলার ঘোলপাশা ইউনিয়নের আমানগন্ডা শালুকিয়া গ্রামের আবদুর রশিদের ছেলে, ইমরোজ আহমেদ, বয়স তেত্রিশ, একই এলাকার আবদুল গফুরের ছেলে, সৈকত হোসেন, বয়স বিশ, তোয়ান মিয়ার ছেলে মোঃ মামুন, যার বয়স চৌত্রিশ, এবং আবুল হাশেমের ছেলে।
থানা পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার ভোর রাতে থানার একটি দল উপজেলার মুন্সীরহাট ইউনিয়নের দেড়কোটা বাজার এলাকায় অভিযান চালিয়ে একটি মাইক্রোবাস এবং একটি প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে দুটি বস্তায় থাকা চুয়াল্লিশ কেজি গাঁজা উদ্ধার করে। এ সময় মাদক পরিবহন কাজে ব্যবহৃত প্রাইভেটকার ও মাইক্রোবাস জব্দ করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কুমিল্লা চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ. টি. এম আক্তার উজ জামান জানান, উদ্ধারকৃত গাঁজাগুলো ভারতীয় সীমান্তবর্তী এলাকা আমানগন্ডা শালুকিয়া থেকে গাড়িতে ভর্তি করে দেড়কোটা বাজার দিয়ে নাঙ্গলকোটে যাচ্ছিল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা স্বীকার করেছেন যে তারা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। থানায় মামলা দায়ের শেষে শুক্রবার দুপুরে তাদের কুমিল্লা আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।