কুমিল্লা বুড়িচং নিমসারে ডিএনসির অভিযানে চৌদ্দ কেজি গাঁজাসহ আটক দুইজন।
কুমিল্লা প্রতিনিধি এ.কে পলাশ:
কুমিল্লা বুড়িচং নিমসারে যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে, চৌদ্দ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) সদস্যরা। কুমিল্লার মাদকবিরোধী অভিযানে, চৌদ্দ কেজি গাঁজাসহ দুইজনকে আটক করা হয়।
বুধবার, পঁচিশে সেপ্টেম্বর, জেলার বুড়িচং উপজেলার ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের নিমসার এলাকা থেকে তাদেরকে আটক করে ডিএনসির সদস্যরা। আটককৃত আসামীরা হলো: মোসা: মোকলিমা আক্তার, বয়স পঁচিশ বছর, সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানার এনায়েতপুর গুচ্ছগ্রাম এলাকার মো: রজব আলীর স্ত্রী; মো: আবু সাইদ, বয়স একচল্লিশ বছর, ঢাকা জেলার কেরানিগঞ্জ থানার বয়াতিকান্দি এলাকার আলতাফ হোসেন এর ছেলে।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলার বুড়িচং উপজেলার ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের নিমসার বাজার এলাকায়, সহকারী পরিচালক কাজী দিদারুল আলম এর নেতৃত্বে একটি যাত্রীবাহী বাসে তল্লাশি করে, চৌদ্দ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এসময় এক নারী মাদক ব্যবসায়ীসহ দুইজনকে আটক করে ডিএনসির সদস্যরা।
ঘটনার সত্যতা নিশ্চিত করে, কুমিল্লা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিচালক ইমরুল হাসান জানান,
আটককৃত আসামি মোকলিমার বিরুদ্ধে সহকারী পরিচালক কাজী দিদারুল আলম এবং আবু সাইদের বিরুদ্ধে সহকারী উপপরিদর্শক মোহাম্মদ মনির হোসেন বাদী হয়ে বুড়িচং থানায় মাদক আইনে মামলা দায়ের শেষে, বুধবার বিকেলে থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।