কুমিল্লা বুড়িচংয়ে যাত্রীবাহী বাসে মিললো একত্রিশ হাজার ছয়শ পিছ ইয়াবা। আটক এক।
কুমিল্লা প্রতিনিধি এ.কে পলাশ:
কুমিল্লা: বুড়িচংয়ের কোরপাই এলাকায় যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে একত্রিশ হাজার ছয়শ পিছ ইয়াবাসহ একজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
শুক্রবার, বিংশ সেপ্টেম্বর সকালে জেলার বুড়িচং উপজেলার নিমসার কোরপাই এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটককৃত আসামি মো. আল আমিন আহমেদ, রমজান শেরপুর জেলার শ্রীবরদি উপজেলার বেলুয়া ইউনিয়নের চর শিমুলচরা এলাকার সুরুজ মিয়ার ছেলে।
শুক্রবার, বিংশ সেপ্টেম্বর বিকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কুমিল্লার উপ-পরিচালক চৌধুরী ইমরুল হাসান।
প্রেস বিজ্ঞপ্তিতে ইমরুল হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে এক মাস আগে থেকেই আমাদের কাছে তথ্য ছিলো, মাদকের একটি বড় চালান আসবে। সেই তথ্যের ভিত্তিতে আমরা অভিযান পরিচালনা করতে থাকি।
শুক্রবার, ভোর ছয়টা থেকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি টিম বুড়িচংয়ের নিমসার বাজার সংলগ্ন কোরপাই এলাকায় গোপনে ডিউটি করতে থাকে। সংবাদদাতার তথ্যমতে, সকাল দশটার দিকে কুমিল্লা হতে ঢাকাগামী তিস্তা এক্সক্লুসিভ যাত্রীবাহী একটি বাসে অভিযান পরিচালনা করি। এ সময় বাসের সিটে বসে থাকা এক যাত্রীর স্কুল ব্যাগ থেকে স্কচ ট্যাপ মোড়ানো একত্রিশ হাজার ছয়শ পিছ ইয়াবা উদ্ধার করি। যার আনুমানিক বাজার মূল্য প্রায় এক কোটি টাকা।
এই বিষয়ে জানতে চাইলে অভিযান পরিচালনাকারী উপ-পরিদর্শক (এস আই) মো. মুরাদ হোসেন বলেন, আসামি জানায়, সে ইয়াবাগুলো চট্টগ্রাম হতে কুমিল্লার দাউদকান্দি থানার গৌরীপুর এলাকায় নিয়ে যাবে। সেখান থেকে অপর মাদক কারবারীদের সাথে সেগুলো ঢাকায় নিয়ে যাবে। সেই মোতাবেক অন্যান্য আসামিদের ধরার জন্য গ্রেপ্তারকৃত আসামিকে নিয়ে গৌরীপুর এলাকায় গোপনে ডিউটি করি। কিন্তু আমাদের উপস্থিতি টের পেয়ে তারা সরে যায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কুমিল্লা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কুমিল্লার উপ-পরিচালক চৌধুরী ইমরুল হাসান বলেন, এ ঘটনায় আটককৃত আসামির বিরুদ্ধে কুরআন বুড়িচং থানায় মাদক আইনে মামলা দায়ের করে, শুক্রবার দুপুরে থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মামলা তদন্তকারী কর্মকর্তা তদন্ত করে এর সাথে আর কারা জড়িত আছে সেটি নিশ্চিত করবেন। মাদকের বিরুদ্ধে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে, তিনি জানান।