এ.কে পলাশ
কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লার বুড়িচং প্রেসক্লাবের নব গঠিত কমিটির প্রথম সভা ও মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে ।
বৃহস্পিবার (১২ সেপ্টেম্বর) সকালে বুড়িচং প্রেসক্লাবে এ সভা ও মতবিনিময় অনুষ্ঠিত হয়।
কুমিল্লা বুড়িচং প্রেসক্লাবের সভাপতি কাজী খোরশেদ আলমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জহিরুল হক বাবুর সঞ্চালনায় সার্বিক বিষয়ে বক্তব্য রাখেন বুড়িচং প্রেসক্লাবের উপদেষ্টা আবু মুসা, বুড়িচং প্রেসক্লাবের সাবেক সভাপতি মোসলেহ উদ্দিন, সিনিয়র সহ-সভাপতি মো. জাহাঙ্গীর আলম জাবির, যুগ্ম সাধারণ সম্পাদক মারুফ আহমেদ কল্প, সাংগঠনিক সম্পাদক মো. জাকির হোসেন, সহ- সাংগঠনিক সম্পাদক আক্কাস আল মাহমুদ হৃদয়, প্রচার সম্পাদক শরিফুল ইসলাম সুমন, মো. সাফি, মো. আব্দুল্লাহ, প্রেসক্লাবের সদস্য আলমগীর হোসেন বাচ্চু সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় বিগত সভার আলোচ্য বিষয় ও কার্যবিবরণী পাঠ করা হয়।
এছাড়াও নতুন সদস্য অন্তর্ভুক্তি আগামী দিনের কর্মপরিকল্পনা নিয়ে বিবির আলোচনা অনুষ্ঠিত হয়।