কুমিল্লা প্রতিনিধি এ.কে পলাশ :
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল মানরা ভারতীয় সীমান্তবর্তী এলাকা দিয়ে পাচারের সময় ৪৪০ কেজি ইলিশ মাছ জব্দ করেছে ৬০ বিজিবি শশীদল ক্যাম্পের সদস্যরা। তবে এ ঘটনায় কাউকে আটক বা গ্রেপ্তার করা হয়নি।
বিজিবির সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
শুক্রবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আজহারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
বিজিবি সুত্রে জানা যায়, শশীদল এলাকায় টহল দলের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা ১৭টি বাক্স ফেলে পালিয়ে যায়। পরে এগুলো থেকে ৪৪০ কেজি ইলিশ পাওয়া গেছে, যার আনুমানিক বাজারমূল্য ৯ লাখ ৬৮ হাজার টাকা। জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে। মাছগুলো জব্দের পর নিয়মানুযায়ী নিলামে বিক্রি হয়েছে। সেসব অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে। তবে নিলামে কত টাকায় মাছগুলো বিক্রি করা হয়েছে, এতথ্য উল্লেখ করা হয়নি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ব্রাক্ষনপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান , বৃহস্পতিবার রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে ভারত-বাংলাদেশ সীমান্তের শশীদলের মনোরা এলাকা থেকে ইলিশ মাছগুলো গুলো জব্দ করা হয়। পরে বিজিবির নিয়ম অনুযায়ী মাছগুলো নিলামে বিক্রি করা হয়।