পদ্মা সেতুর সবকয়টি (৪০) স্প্যানই তৈরি হয়েছে চীনের হুবেই প্রদেশের শিংহুয়াংডাও শহরে। বাংলাদেশে এনে শুধু জোড়া লাগানো ও রং করার কাজটি করা হয়েছে । চীন থেকে আনার সময় স্প্যানের বিভিন্ন অংশের রং ছিল অনেকটা সোনালি।
পদ্মা সেতুর মূল কাঠামোর রং ধূসর করা হয়ছে। কেন এই রংটি বেছে নেওয়া হলো, তার পেছনে অনেক যুক্তি আছে। উদ্বোধনের দিন এছাড়া পরবর্তী সময়ে বিভিন্ন জাতীয় দিবসে পদ্মা সেতুতে আলোকসজ্জা করার পরিকল্পনা রয়েছে সরকারের। প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মা সেতুর দুই প্রান্তে আধুনিক শহর গড়ে তোলার সিদ্ধান্ত নিয়ছে। এসব কারনই রং বাছাইয়ের ক্ষেত্রে কাজ করেছে।
পদ্মা সেতু প্রকল্প সূত্রে জানানো হয়, সাধারণ সব সেতুতেই সড়কবাতি বা স্ট্রিট লাইট দেওয়া হয়। পদ্মা সেতুতেও সেটা থাকবে। তবে বাড়তি হিসেবে এই সেতুর বিভিন্ন স্থানে নানা রঙের আলোকসজ্জা করকর ব্যবস্থা করা হবে। এছাড়া ধূসর রঙের মধ্যে আলো ফেললে বেশি ফুটে উঠবে। এ জন্যেই এই রং বাছাই করা হয়েছে। রং সরবরাহ করছে যুক্তরাষ্ট্রের একটি কোম্পানি। তিনি বলেন, এই রং ২৫ বছর স্থায়ী হবে বলে নিশ্চয়তা দেওয়া হয়েছে।
আসাদের ফেইসবুক Link : ট্রাস্ট নিউজ ২৪