**গণতন্ত্র ও সুশাসনের জন্য সাংবাদিকগণ ভূমিকা রাখতে পারে – হাজী ইয়াছিন**
কুমিল্লা প্রতিনিধি এ.কে পলাশ:
বিএনপির কেন্দ্রীয় কমিটির ত্রাণ বিষয়ক সম্পাদক ও দক্ষিণ জেলার বিএনপির আহ্বায়ক হাজী আমিন উর রশিদ ইয়াছিন বলেছেন, কুমিল্লার সাংবাদিকরা আগে স্বাধীনভাবে লেখালেখি করতে পারতেন না; কিন্তু আমি বিশ্বাস করি, আগামীতে কুমিল্লার সকল সাংবাদিকরা স্বাধীনভাবে লেখালেখি করতে পারবেন।
তিনি বলেন, মাছের পচন ধরে মাথা থেকে, আর সমাজের পচন শুরু হয় নেতার কাছ থেকে। সমাজকে সঠিক পথে পরিচালিত করতে, অন্যায়ের বিরুদ্ধে সচেতনতা সৃষ্টি করতে, সাংবাদিকরা সমালোচনা ও লেখার মাধ্যমে ভূমিকা রাখতে পারেন। রাজনীতিবিদরা ভুল করলে, সাংবাদিকরাই প্রথম কলম ধরেন। গণতন্ত্র ও সুশাসনের জন্য, সাংবাদিকগণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন।
শনিবার, **আটাশ** সেপ্টেম্বর সন্ধ্যায়, কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার সামবক্সি এলাকায় তার নিজস্ব ফ্যাক্টরিতে কুমিল্লায় কর্মরত সাংবাদিকদের সাথে এক মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
এসময় উপস্থিত ছিলেন কুমিল্লা কাগজের সম্পাদক আবুল কাশেম হৃদয়, কুমিল্লা প্রেসক্লাবের সভাপতি কাজী এনামুল হক ফারুক, সাধারণ সম্পাদক জাহিদ হাসান সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।