সন্তান জন্মদানের পর বলিউড অভিনেত্রী আনুশকা শর্মার চুল পড়ে যাচ্ছে।
বিষয়টি অভিনেত্রী নিজেই জানিয়েছেন। সম্প্রতি ইনস্টাগ্রামে একটি পোস্ট করে সন্তান জন্ম দেওয়ার পর পার্শ্বপ্রতিক্রিয়ার কথা জানান আনুশকা।
শুক্রবার যে ছবি তিনি পোস্ট করেছেন, তাতে দেখা যাচ্ছে, হলুদ পোশাক পরে গাড়িতে বসে রয়েছেন আনুশকা। চুল ছোট করে ফেলেছেন তিনি।
নিচে লিখেছেন, ‘সন্তান জন্ম দেওয়ার পরে চুল পড়ে যাওয়ায় ছোট করে চুল কেটে ফেলায় নিজেকে আরও কেতা দুরস্ত লাগছে।’
তবে আনুশকার নতুন রূপে মুগ্ধ তার স্বামী বিরাট। পোস্টের মন্তব্য ঘরে ভালোবাসা জানিয়েছেন স্ত্রীর প্রতি।
গত ১১ জানুয়ারি কন্যা সন্তান ভামিকার জন্ম দেন আনুশকা শর্মা।
আমাদের ফেইসবুক Link : ট্রাস্ট নিউজ ২৪