ভারত থেকে প্রতি মাসে ৫০ লাখ করে ছয় মাসে ৩ কোটি ডোজ করোনাভাইরাসের টিকা বাংলাদেশে আসবে। অক্সফোর্ড ও অ্যাস্ট্রাজেনেকার আবিষ্কৃত এই টিকা আগামী জানুয়ারির শুরুতেই আনা হবে। এ সংক্রান্ত চূড়ান্ত চুক্তি সই অনুষ্ঠানে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক এ কথা জানান।
সেই চুক্তিতে সরকারের পক্ষে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল বাশার মোহাম্মদ খুরশিদ আলম ও বেক্সিমকোর পক্ষে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক নাজমুল হাসান পাপন সই করেন। সই হওয়া চুক্তিপত্রটি গতকালই ভারতের সেরাম ইনস্টিটিউটের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে। তারা সেটিতে সই করে আগামীকাল মঙ্গলবারের মধ্যেই বাংলাদেশে পাঠিয়ে দেবে বলে জানানো হয়েছে।
এদিকে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘অক্সফোর্ডের এইটিকা বিভিন্ন দেশের ট্রায়ালে অপেক্ষাকৃত নিরাপদ মনে হয়েছে এবং এইটিকা আমাদের দেশের আবহাওয়া উপযোগী।’
আমাতের ফেইসবুক Link : ট্রাস্ট নিউজ ২৪