নরসিংদী জেলা –
নরসিংদী জেলা কারাগার থেকে পলাতক হত্যা মামলার আসামি আবু কালাম (২৫) কে গ্রেপ্তার করেছে নরসিংদী জেলা পুলিশ। তিনি সদর উপজেলার মাধবদী থানার অন্তর্গত উত্তর ভাসানিয়া (পাচানী) গ্রামের আবু সিদ্দিক মিয়ার ছেলে।
বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) সকালে তার নিজ গ্রাম থেকে গ্রেপ্তার করা হয় বলে নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার শামসুল আরেফিন। তার বিরুদ্ধে মাধবদী থানায় ৩০২/৩৪ ধারা অনুযায়ী একটি হত্যা মামলা রয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার শামসুল আরেফিন জানান, গত ১৯ জুলাই নরসিংদী কারাগারে দুষ্কৃতকারীদের হামলায় কারারক্ষীদের অস্ত্র লুটের পর সকল বন্দী পালিয়ে যায়। এর পরিপ্রেক্ষিতে জেলা পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল হান্নান পলাতক আসামিদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ দেন। সেই নির্দেশের অংশ হিসেবে বৃহস্পতিবার সকালে মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তছলিম উদ্দিনের নেতৃত্বে একটি পুলিশ দল গোপন সংবাদের ভিত্তিতে আবু কালামকে তার নিজ গ্রাম থেকে গ্রেপ্তার করে। তিনি আরও জানান, আবু কালাম পলাতক বন্দীদের একজন এবং উক্ত হত্যা মামলার আসামি। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।