অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় খেলায় টস হেরে বোলিংয়ে বাংলাদেশ দল।
মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে।
পাঁচ ম্যাচের সিরিজের প্রথম খেলায় ৫ উইকেটে ১৩১ রানের পুঁজি নিয়েও বাংলাদেশের দুর্দান্ত বোলিংয়ে অস্ট্রেলিয়া ১০৮ রানে অলআউট হয়। এবং ২৩ রানের অসাধারণ জয় পায় টাইগাররা।
অসিদের বিপক্ষে টি-টোয়েন্টির সংক্ষিপ্ত ফরম্যাটে প্রথম জয়ে ফুরফুরে মেজাজে থাকা মাহমুদউল্লাহ রিয়াদের নেতৃত্বাধীন দলটি দ্বিতীয় ম্যাচ জয়ে মুখিয়ে আছে।
সিরিজের প্রথম ম্যাচে জয় পাওয়ায় দ্বিতীয় ম্যাচেও আগের ম্যাচের একাদশ নিয়ে খেলছে বাংলাদেশ।
#আরও জানুন : অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচেই জয় পেল বাংলাদেশ
বাংলাদেশ: সৌম্য সরকার, মোহাম্মদ নাঈম, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), নুরুল হাসান সোহান, আফিফ হোসেন, শামিম হোসেন, মেহেদী হাসান, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম ও নাসুম আহমেদ।
অস্ট্রেলিয়া: জশ ফিলিপি, অ্যালেক্স কেরি, মিসেল মার্শ, ময়েস হেনরিক্স, অ্যাস্টন অ্যাগার, ম্যাথু ওয়েড (অধিনায়ক), অ্যাস্টন টার্নার, মিসেল স্টার্ক, মিচেল সুইপসন, অ্যাডাম জাম্পা ও জশ হ্যাজলউড।
আমাদের ফেইসবুক Link : ট্রাস্ট নিউজ ২৪