দেশে করোনার টিকার ব্যবস্থাপনার প্রস্তুতি আর পরিকল্পনা চলছে সমানতালে। একই সঙ্গে পাইলট রানের আওতায় যাঁদের টিকা দেওয়া হবে তাঁদের তালিকা তৈরির কাজও চলছে।
উদ্বোধনী দিনে কারা টিকা নেবেন সেই তালিকাও চূড়ান্ত করা হচ্ছে। প্রধানমন্ত্রীর শিডিউল পাওয়ায় আগামী বুধবার রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে হবে দেশে টিকাদান কার্যক্রমের উদ্বোধনী আয়োজন।
ওই দিন সমাজের বিভিন্ন শ্রেণির ২৫ জনকে টিকা দেওয়া হবে। পরদিন থেকেই ঢাকার পাঁচটি হাসপাতালে শুরু হবে পাইলট রান। সেখানে ৫০০ স্বাস্থ্যকর্মীকে পর্যবেক্ষণের আওতায় টিকা দেওয়া হবে। পরে এক সপ্তাহ চলবে তাঁদের পর্যবেক্ষণ। ফল দেখে ৮ জানুয়ারি থেকে শুরু হবে টিকাদানের মূল কার্যক্রম।
আমাদের ফেইসবুক Link : ট্রাস্ট নিউজ ২৪