চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ট্রাকের ধাক্কায় ভটভটির তিন যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ছয় জন। শনিবার সকালে উপজেলার ধানসুরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার নন্দলালপুর গ্রামের ইউনুস আলীর ছেলে রেজাউল করিম (৪৫), পরিবত মণ্ডলের ছেলে আব্দুল মালেক (৪০) ও জমিদার হোসেনের ছেলে জাহিদুল ইসলাম (২৩)।
আহত হয়েছেন একই এলাকার আব্দুল মান্নান (৫০), বসির (৪০), তাহারুল (৪০), তসিকুল (২০), জাহিদুল (২০) ও আলাউদ্দীন (২০)। এদের মধ্যে আলাউদ্দীন নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। বাকিদের শারীরিক অবস্থায় আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
নাচোল থানার ওসি সেলিম রেজা বলেন, হতাহতরা সবাই কৃষি শ্রমিক। ধান কাটার কাজে তারা নন্দলালপুর গ্রাম থেকে ভটভটিতে নওগাঁর নিয়ামতপুর উপজেলায় যাচ্ছিলেন। সকাল সাড়ে ৮টার দিকে ধানসুরা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক ধাক্কা দেয়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা তাদের নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জাহিদুল ইসলাম, রেজাউল করিম ও আব্দুল মালেক নামে তিন জনকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ওসি আরও জানান, দুর্ঘটনা কবলিত ট্রাক ও ভটভটি জব্দ করা হয়েছে। তবে ট্রাকের চালক ও হেলপার পালিয়ে গেছেন।
আমাদের ফেইসবুক Link : ট্রাস্ট নিউজ ২৪