ঠাকুরগাঁওয়ে বৈষম্য বিরোধী আন্দোলনে হতাহতের ঘটনায় আদালতে আরও একটি মামলা।
মোঃ মজিবর রহমান শেখ
ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি,
ঠাকুরগাঁওয়ে বৈষম্য বিরোধী আন্দোলনের হতাহতের ঘটনায় আরও একটি নতুন মামলা দায়ের করা হয়েছে। সম্প্রতি, গত তিন তারিখ, বৃহস্পতিবার, অক্টোবর মাসে, ঠাকুরগাঁও সদর উপজেলার ভুল্লী থানার কালেশ্বরগাঁও গ্রামের মো: রিয়াজ উদ্দিনের ছেলে মো: মাহাবুব হোসেন, যাঁর বয়স চব্বিশ বছর, বাদী হয়ে পঁচাশি জনের নাম উল্লেখ করে, তিন থেকে চার শত অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামী করে বিজ্ঞ অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমলী (সদর) আদালত, ঠাকুরগাঁওয়ে মামলাটি দায়ের করেন। সংশ্লিষ্ট আদালতের বিজ্ঞ বিচারক এস. রমেশ কুমার ডাগা মামলাটি ঠাকুরগাঁও সদর থানাকে এজাহার হিসেবে অন্তর্ভুক্ত করার আদেশ প্রদান করেন।
মামলার বিবরণে জানা যায়, বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে, গত চার তারিখ, আগস্ট মাসে, দুপুরে, পৌর শহরের আর্ট গ্যালারী মোড়ে রাস্তার উপর ছাত্র জনতার উপর হামলা চালায় আসামীগণ। এ সময় আসামীরা ধারালো ছুরি, পিস্তল, শটগান, ককটেল, বোমা-বারুদ, লোহার রড, চাপাতি, ডেগার, রাম-দা, হকি স্টিক, চাইনিজ কুড়াল, ইট, পাথর, শক্ত বাঁশের লাঠি সহ মারাত্মক অস্ত্র নিয়ে ছাত্র-জনতার উপর আক্রমণ চালায়।
আন্দোলনকারী হিসেবে মামলার বাদী, মো: মাহাবুব হোসেনও এই সময় আহত হন। দেশীয় অস্ত্রের আঘাতে মাহাবুব গুরুতর আহত হয়ে ঠাকুরগাঁও ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে গত চার থেকে আঠারো আগস্ট পর্যন্ত চিকিৎসাধীন ছিলেন।
এ ঘটনায় পৌর আওয়ামী লীগের সভাপতি মো: আকরাম, যাঁর বয়স পঞ্চান্ন বছর, এবং ঠাকুরগাঁও সদর উপজেলার দেবীপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো: মোয়াজ্জেম হোসেন, যাঁর বয়স পঞ্চাশ বছর, সহ পঁচাশি জনের নাম উল্লেখ করে, তিন থেকে চার শত অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামী করা হয়েছে।