ডিগ্রি শিক্ষার্থীদের বৈষম্য নিরসনে ও তৃতীয় বর্ষের চূড়ান্ত ফলাফল ঘোষণার দাবিতে আন্দোলন।
**বিপুল রায়, কুড়িগ্রাম প্রতিনিধি**:
ডিগ্রি শিক্ষার্থীদের হয়রানি ও বৈষম্য দূর করার লক্ষ্যে এবং প্রথম ও দ্বিতীয় বর্ষের ফলাফলের ভিত্তিতে তৃতীয় বর্ষের চূড়ান্ত ফলাফল প্রকাশের দাবিতে আন্দোলন করছে ডিগ্রি বৈষম্য নিরসন আন্দোলনের তৃতীয় বর্ষের শিক্ষার্থীরা। সারাদেশের জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজের সকল ডিগ্রি শিক্ষার্থীরাও এই দাবিতে একাত্মতা প্রকাশ করেছেন।
গত মঙ্গলবার, অর্থাৎ (সপ্তদশ) সেপ্টেম্বর থেকে বিভিন্ন জেলার জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত শিক্ষার্থীরা এই আন্দোলনে যুক্ত হচ্ছেন। ডিগ্রিতে অধ্যয়নরত শিক্ষার্থীরা নানা দাবি নিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ে অবস্থান করছেন। তৃতীয় বর্ষের নিয়মিত, প্রাইভেট ও সার্টিফিকেট কোর্সের শিক্ষার্থীরা স্লোগান তুলছেন, ‘‘এক দফা এক দাবি, প্রথম ও দ্বিতীয় বর্ষের ফলাফলের ভিত্তিতে তৃতীয় বর্ষের চূড়ান্ত ফলাফল অটো পাস চাই।’’
আজ বৃহস্পতিবার, (ঊনবিংশ) সেপ্টেম্বরও, শিক্ষার্থীরা জাতীয় বিশ্ববিদ্যালয়ে অবস্থান নিয়ে অটো পাসের দাবিতে আন্দোলন করছেন।
রবিউল ইসলাম নামে এক শিক্ষার্থী বলেন, ‘‘ডিগ্রি কোর্স সর্বোচ্চ তিন বছরের মধ্যে শেষ করার কথা থাকলেও, গত ছয়-সাত বছরেও আমাদের ফাইনাল পরীক্ষার চূড়ান্ত ধাপ শেষ হয়নি। দীর্ঘদিনের হয়রানি ও বৈষম্যের বিরুদ্ধে, অটোপাস দিয়ে তৃতীয় বর্ষের চূড়ান্ত ফলাফল প্রকাশ করা আমাদের জন্য মানবিক কারণে একান্ত প্রয়োজন। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি কোর্সের সাধারণ শিক্ষার্থীরা বর্তমানে সবচেয়ে অবহেলিত। বিসিএস বা ভালো চাকুরির পরীক্ষায় অংশগ্রহণের জন্য দুই বছরের মাস্টার্স করা প্রয়োজন হয়, এতে শেষ পর্যন্ত শিক্ষার্থীর বয়স গিয়ে দাঁড়ায় (ঊনত্রিশ) থেকে (ত্রিশ) বছর।’’
তিনি আরও বলেন, ‘‘আমাদের অনেকেই আহত অবস্থায় রয়েছেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত শিক্ষার্থীদের পক্ষে পরীক্ষা দেওয়া কীভাবে সম্ভব? দেশের বন্যা পরিস্থিতি কিছুটা উন্নত হলেও, অনেক এলাকা এখনও পানিতে তলিয়ে আছে, ফলে দুর্ভোগ কমেনি।’’
ডিগ্রি তৃতীয় বর্ষের শিক্ষার্থী রানা আহম্মেদ বলেন, ‘‘কয়েকদিন আগে হঠাৎ বন্যা হাওয়ায় আমাদের বই-খাতা, আসবাবপত্র, সবকিছু নষ্ট হয়ে গেছে। এখন কর্দমাক্ত ভেজা ঘরে বসবাস করা খুবই কষ্টসাধ্য। সব কিছু পানিতে ভেসে গেছে, আমরা নিঃস্ব। এই পরিস্থিতিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম দ্রুত শেষ করে, মানবিক কারণে তৃতীয় বর্ষের সকল শিক্ষার্থীদের অটোপাস দিয়ে ফলাফল প্রকাশের দাবি জানাচ্ছি।’’
ডিগ্রি বৈষম্য নিরসন আন্দোলনের সমন্বয়ক কামরুল ইসলাম বলেন, ‘‘তৃতীয় বর্ষের সকল শিক্ষার্থীর অটো পাসের দাবি একেবারেই যৌক্তিক। পরিস্থিতি বিবেচনা করে, দাবির সুষ্ঠু বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। প্রয়োজনে বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে।’’
জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহর সাথে যোগাযোগের চেষ্টা করেও মন্তব্য পাওয়া যায়নি।
ডিগ্রি কোর্সের বেশিরভাগ শিক্ষার্থী নিম্নমধ্যবিত্ত পরিবারের সন্তান, যারা পড়ালেখার পাশাপাশি কর্মজীবী। পরীক্ষা দিতে হলে অনেক সময় চাকরিও ছেড়ে দিতে হয়। করোনা মহামারি, রাজনৈতিক অস্থিরতা, কোটা আন্দোলনের প্রভাব এবং বন্যার কারণে এই শিক্ষার্থীদের একাডেমিক কার্যক্রমে বড় ধরণের ক্ষতি হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।