মো:মেহেদী হাসান ফুয়াদ
স্টাফ রিপোর্টার,(দিনাজপুর)
দিনাজপুরের বিরলে কামদেবপুর উচ্চ বিদ্যালয়ের আলোচিত প্রধান শিক্ষক সেলিম রেজাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।
বিদ্যালয়ের অফিসে বসে মাদক সেবন ও জালজালিয়াতিসহ বিভিন্ন অপকর্মের বিষয়ে গঠিত ৪ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি প্রাথমিকভাবে প্রমাণ পাওয়ায় তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়।
বুধবার বিরল উপজেলা নির্বাহী অফিসার ও কামদেবপুর উচ্চ বিদ্যালয়ের সভাপতি বহিৃ শিখা আশা কর্তৃক স্বাক্ষরিত স্মারক নং- ০৫.৫৫.২৭১৭.০০০.১২.০২৭.২৪-১১০০,তাং-০৪/০৯/২০২৪ খ্রিঃ এর অফিস আদেশ থেকে কামদেবপুর উচ্চ বিদ্যালয়ের আলোচিত প্রধান শিক্ষক সেলিম রেজাকে সাময়িকভাবে বরখাস্তের বিষয়টি জানাগেছে।