স্টাফ রিপোর্টার
“ছাত্র-শিক্ষক-কৃষক ভাই, ইঁদুর দমনে সহযোগিতা চাই” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় জাতীয় ইঁদুর দমন অভিযান- ২০২৪ উপলক্ষ্যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর দিনাজপুর অঞ্চল ও দিনাজপুর জেলা এবং দিনাজপুর সদর উপজেলার আয়োজনে ৩০ অক্টোবর বুধবার বিকেল ৩ টায় দিনাজপুর সদর উপজেলা পরিষদ চত্বরে বর্ণাঢ্য র্যালী শেষে উপজেলা পরিষদের অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ রোগতত্ত্ব বিভাগের প্রফেসর ড. শেখ মোঃ মোবারক হোসেন। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর দিনাজপুর অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মোঃ হামিদুর রহমান এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ঠাকুরগাঁও এর উপপরিচালক কৃষিবিদ মোঃ সিরাজুল ইসলাম, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ মোঃ নুরুজ্জামান।
উক্ত আলোচনা সভায় অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন সদর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ আসাদুজ্জামান, কৃষক হাসদা অকিল। স্বাগত বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর দিনাজপুরের অতিরিক্ত উপপরিচালক (পিপি) আবু জাফর মোঃ সাদেক। প্রজেক্টরের মাধ্যমে ইঁদুর দমনের উপর বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বিরামপুরের অতিরিক্ত কৃষি অফিসার মোঃ জাহিদুল ইসলাম ইলিয়াস।
শেষে ইঁদুর দমনে বিশেষ অবদান রাখায় দিনাজপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তর দিনাজপুর অঞ্চলের পক্ষ থেকে ৩ জন কৃষক, ৩ জন উপ-সহকারী কৃষি কর্মকর্তা, ১টি শিক্ষা প্রতিষ্ঠান ও ১টি উপজেলাকে সম্মাননা ক্রেস্ট, সনদপত্র ও নগদ অর্থ প্রদান করা হয়।