স্টাফ রিপোর্টার
দিনাজপুর জেলার নবাগত জেলা প্রশাসক ও জিয়া হার্ট ফাউন্ডেশনের সম্মানিত ‘প্যাট্রন’ মোঃ রফিকুল ইসলাম এর দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন এবং এর অঙ্গ প্রতিষ্ঠান সমূহ জিয়া হার্ট ফাউন্ডেশন এন্ড রিসার্চ ইনস্টিটিউট, কেয়ার স্পেশালাইজড জেনারেল হাসপাতাল দিনাজপুর, দিনাজপুর কেয়ার নার্সিং কলেজ পরিদর্শন উপলক্ষ্যে সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়।
সোমবার (১৮ নভেম্বর ২০২৪) সন্ধ্যায় দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন অডিটোরিয়ামে জিয়া হার্ট ফাউন্ডেশন এবং এর অঙ্গ প্রতিষ্ঠান সমূহ পরিদর্শন উপলক্ষ্যে সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্যে নবাগত জেলা প্রশাসক ও জিয়া হার্ট ফাউন্ডেশনের সম্মানিত ‘প্যাট্রন’ মোঃ রফিকুল ইসলাম বলেন, যাদের মাঝে মানবতাবোধ আছে তারা অবশ্যই অসহায় মানুষের চিকিৎসা সেবায় নিয়োজিত থাকে। মানবসেবা কাজের প্রতি যে আনন্দ শক্তি কাজ করে সেটা হচ্ছে মানুষের মানবতাবোধ। চিকিৎসা পেশা হচ্ছে একটি মহৎ পেশা। অসহায় মানুষকে চিকিৎসা সেবা এমনভাবে দিবেন যেন চিকিৎসা নিতে দেশের আর কোন মানুষকে বিদেশে যেতে না হয়। শুধু ঠাকুরগাঁও, পঞ্চগড়-রংপুর নয় সারাদেশের মানুষই যেন চিকিৎসা নিতে দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনে আসেন, এই লক্ষ নিয়েই জিয়া হার্ট ফাউন্ডেশন উন্নত করতে হবে।
ডাঃ সুধা রঞ্জন রায় এর সভাপতিত্বে সংবর্ধনা সভায় স্বাগত বক্তব্য রাখেন জিয়া হার্ট ফাউন্ডেশনের সাধারন সম্পাদক এ কে এম আজাদ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) মোঃ জানে আলম, জিয়া হার্ট ফাউন্ডেশনের যুগ্ম সম্পাদক মোঃ আবু তাহের আবু, ডাঃ মোঃ জিয়াউল হক, কোষাধ্যক্ষ মোঃ আনোয়ারুল কবির, কার্যনির্বাহী সদস্য আলহাজ্ব আবু বক্কর সিদ্দিক, মিসেস রেজিনা ইসলাম, মমতাজ বেগম, দিনাজপুর জেলা ও দায়রা জজ আদালতের জিপি এ্যাডঃ মোল্লা মোঃ সাখাওয়াত হোসেন, দিনাজপুর কেয়ার নার্সিং কলেজের অধ্যক্ষ ডাঃ শারমিন সাত্তার, জিয়া হার্ট ফাউন্ডেশনের পাবলিক রিলেশন কো-অর্ডিনেটর সৈয়দ শফিকুর রহমান পিন্টু, হাসপাতাল ম্যানেজার মোঃ শামীম আখতার প্রমুখ।
সংবর্ধনা সভার পূর্বে দিনাজপুর জেলার নবাগত জেলা প্রশাসক ও জিয়া হার্ট ফাউন্ডেশনের সম্মানিত ‘প্যাট্রন’ মোঃ রফিকুল ইসলাম দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন এবং এর অঙ্গ প্রতিষ্ঠান সমূহ জিয়া হার্ট ফাউন্ডেশন এন্ড রিসার্চ ইনস্টিটিউট, কেয়ার স্পেশালাইজড জেনারেল হাসপাতাল দিনাজপুর, দিনাজপুর কেয়ার নার্সিং কলেজ পরিদর্শন করেন। পরিদর্শনকালে জিয়া হার্ট ফাউন্ডেশনের সাধারন সম্পাদক এ কে এম আজাদসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।