মাহবুবুল হক খান,
দিনাজপুর প্রতিনিধি //
দিনাজপুর জেলা ও দায়রা জজ আদালত ও জুডিসিয়াল ম্যাজিস্ট্রট আদালতে ৭৯ জন আইনজীবীকে সরকারি আইন কর্মকর্তা হিসেবে নিয়োগ দিয়েছে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়।
বৃহস্পতিবার (১৪ নভেম্বর ২০২৪) সন্ধ্যায় আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের উপ-সলিসিটর (জিপি-পিপি) সানা মোঃ মাহরুফ হোসাইন স্বাক্ষরিত এক নিয়োগ আদেশ এই নিয়োগ প্রদান করা হয়। ওই আদেশে পূর্বে নিয়োগকৃত সব আইন কর্মকর্তার নিয়োগাদেশ বাতিলক্রমে তাঁদেরকে নিজ নিজ পদের দায়িত্ব হতে অব্যাহতি প্রদানপূর্বক নিম্নছকে বর্ণিত আইনজীবীগণকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত তাঁদের নামের পাশে উল্লেখকৃত পদে নিয়োগ দেওয়া হয়।
দিনাজপুর জেলা জজ আদালতে সরকারি কৌঁশলি (জিপি) হিসেবে নিয়োগ পেয়েছেন মোল্লা মোহাম্মদ সাখাওয়াত হোসেন। আর অতিরিক্ত অতিরিক্ত সরকারি কৌঁশলি হিসাবে নিয়োগ পেয়েছেন মোঃ ইব্রাহিম (১), মোঃ শামসুল আলম ও মোঃ মনজুরুল হক।
সহকারি সরকারি কৌসুলি হিসেবে নিয়োগ পেয়েছেন এম এ রহমান (২), মোঃ হাসান আলী, মোঃ সাইফুদ্দিন, মোছাঃ রাবেয়া ফেরদৌস রশী, মোঃ তোফাজ্জল হোসেন মন্ডল, মোঃ আব্দুস সামাদ (৩), মোঃ আনোয়ারুল হক সরকার মানিক আ র ম খুরশিদ-উল-আলম তুষার, জাহাঙ্গীর আলম, রিফাত আরা ঋতু, মােঃ সফিউল ইসলাম, সাদেকুজ্জামান সাগর, মোঃ সোহেল রানা, মোঃ দেলোয়ার হোসেন (৪), মোছাঃ মনোয়ারা বেগম, সায়েম আহমেদ, মোঃ খালিদ বিন চৌধুরী, মোঃ নুরুল ইসলাম (৬) ও রমজান আলী খন্দকার।
দিনাজপুর জেলা ও দায়রা জজ আদালতের নতুন পাবলিক প্রসিকিউটর (পিপি) হিসেবে নিয়োগ পেয়েছেন মোস্তাফিজুর রহমান মোস্তাক।
একই আদালতে অতিরিক্ত পিপি হিসেবে ১২জন। তারা হলেন-মোঃ খয়রাত আলী, মোঃ সিরাজুল ইসলাম (২), মোঃ গোলাম রব্বানী (১), মোঃ সাইফুল ইসলাম (২), মোঃ আইনুল হক (১), সরকার মোঃ রাশেদুল ইসলাম মানিক, একেএম মনজুর রশিদ রতন, মোঃ বরকত আলী, মোঃ মিজানুর রহমান (২), মোঃ মাহফুজ আলী চৌধুরী, তৌহিদা ইয়াসমিন তানিন ও সাদিব বিন গোলাম নাসের।
আর সহকারি পাবলিক প্রসিকিউটর নিয়োগ পেয়েছেন এসকেএমডি ইউনূস, নজরুল ইসলাম (৩), সম শাহনেওয়াজ জামান ইয়েলো, মোঃ নাজমুল হক মন্ডল, শ্রী রোহিণী কান্ত রায়, মােঃ ওয়াহেদুজ্জামান চৌধুরী ডায়মন্ড, মোঃ মোফাজ্জল হোসেন দুলাল, মোঃ আনওয়ারুল আজিম সরকার খোকন, মোহাম্মদ তারিকুল ইসলাম তারেক, মােঃ রইস উদ্দীন, আলহাজ্ব মোঃ সিরাজুল ইসলাম শাহ, এ কে এম মনসুর রহমান, মোঃ হাসমত আলি, মোঃ পল্লব হোসেন, আব্দুর রহমান সোহাগ, মোঃ নজরুল ইসলাম (৫), মোঃ শাহিনুর রহমান মানিক, মোঃ সাজেদুর রহমান, মোঃ আবুল বাশার প্রিন্স, মোঃ মনিরুল ইসলাম শাহ মিঠু, মোঃ জুবায়দুর রহমান সেজু, মোঃ নিয়ামুল হক চৌধুরী, মোঃ রেজাউল ইসলাম, শিল্পী, এসএমজি মোস্তাকিম, মোহাম্মদ ফখরুদ্দিন আলী আশরাফ, আলহাজ্ব মোঃ মাহবুবুর রহমান মানিক, মোছাঃ আইনুন নাহার বেগম, মোঃ ইকবাল হোসেন (৩), মোঃ মুহাইমিন আল রেজা, সাদেকা তামান্না, মােঃ মিজানুর রহমান (৩), দিলারা ইয়াসমিন ইতি, মোঃ একরামুল হক, মোঃ আতিকুর রহমান বাবু, মোঃ সেরাজুল সালেকিন, মোঃ সোহেল রানা ও মোঃ মশিউর রহমান ফাতেমী।
অপরদিকে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে পাবলিক প্রসিকিউটর (পিপি) হিসেবে নতুন নিয়োগ পেয়েছেন নাগমা পারভীন জেবা ও অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) হিসেবে নিয়োগ পেয়েছেন মোঃ মাহফুজুর রহমান খান বিপুল।