মো:মেহেদী হাসান ফুয়াদ
স্টাফ রিপোর্টার,(দিনাজপুর)
‘আমাদের শিক্ষাঙ্গণ আমরা সাজাই, প্রতিজন দু’টি করে গাছ লাগাই’ এই শ্লোগানকে সামনে রেখে দিনাজপুর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও সৃজনশীল সংগঠন গোল্ডেন বাংলাদেশ-এর আয়োজনে দিনাজপুরের শহীদদের স্মরণে শহীদ পরিবারদের উত্তরীয় পড়িয়ে সম্মাননা স্মারক প্রদান ও বৃক্ষ চারা প্রদান এবং বৃক্ষ রোপন কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে।
সোমবার (৯ সেপ্টেম্বর-২০২৪) দিনাজপুর সরকারী কলেজ ক্যাম্পাসে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সরকারী কলেজের উপাধ্যক্ষ প্রফেসর আইয়ুব আলী, শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক জিহাদ সরকার, হিসাব বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান গৌতম কুমার, ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রদান প্রফেসর নূর মোহাম্মদ, অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক দাইমুল ইসলাম, ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক এস এম মাসুম, সরকারি কলেজ মসজিদের খতিব, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ মাসুম রেজা অন্তর-এর পিতা, শহীদ রবিউল ইসলাম রাহুল এর পিতা, শহীদ রুদ্র সেন-এর পিতা, শহীদ জিয়াউর রহমান-এর ভাইসহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও গোল্ডেন বাংলাদেশ-এর নেতৃবৃন্দ।