এটিএন বাংলায় নাটকের পাশাপাশি ঈদ আয়োজনে বিভিন্ন ধরনের ম্যাগাজিন অনুষ্ঠান প্রচার হচ্ছে। সেই ধারাবাহিকতায় এবারের ঈদ আয়োজনের প্রচার হবে বিনোদনমূলক ম্যাগাজিন অনুষ্ঠান ‘দ্য গ্রান্ড ফান শো’র বিশেষ পর্ব ‘বর পক্ষ-কনে পক্ষ’।
বিয়ের অনুষ্ঠানের রঙ্গ-রস নিয়ে নির্মিত সম্পূর্ণ ভিন্নধর্মী এ বিশেষ পর্বে রয়েছে আবহমান বাংলার জনপ্রিয় দশটি বিয়ের গান এবং গানের সঙ্গে নাচ। আছে কনে সাজানো হলুদ পর্ব, বরযাত্রা, গেট ধরা, বরের জুতা চুরি, স্টমাক আপসেট, ঘটকের গিরিঙ্গি এবং সবশেষে ‘মিয়া বিবি রাজি তো কেয়া করেগা কাজী।
নাচের কোরিওগ্রাফি ও নৃত্য পরিবেশন করেছেন চিত্রনায়িকা জিনিয়া, সিনিয়র নৃত্যশিল্পী মুকুল, চিত্রনায়িকা মিস্টি মারিয়া, ফয়েজ নাসির, চিত্রনায়িকা তানিয়া চৌধুরী, সারোয়ার শাকিল, চিত্রনায়িকা বর্ণা চৌধুরী, মিজান লেমন, দেবশ্রী, রিক ও অন্যরা।
বিভিন্ন ভূমিকায় অভিনয় করেছেন- আইরিন অধিকারী, আমানুল হক হেলাল, লিটন খন্দকার, মাহবুবা মনা, সাহেলা, এমডি শামিম, গালিব, রাশেদ, গোবিন্দসহ অনেকে। সাঈদ তারেকের গ্রন্থনা ও পরিচালনায় অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন দেবাশীষ বিশ্বাস। অনুষ্ঠানটি প্রচার হবে ২৮ জুলাই রাত ১০টা ৩০ মিনিটে।
আমাদের ফেইসবুক Link : ট্রাস্ট নিউজ ২৪