দেশের দ্বিতীয় বৃহত্তম মুঠোফোন অপারেটর রবি আজিয়াটার শেয়ারের লেনদেন শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার দেশের দুই স্টক এক্সচেঞ্জে একযোগে কোম্পানিটির লেনদেন শুরু হয়।
রবির প্রাথমিক গণপ্রস্তাব বা আইপিও শেয়ারের মতো সেকেন্ডারি বাজারেও এটির শেয়ারের ব্যাপক লেনদেন দেখা যাচ্ছে শুরুর দিনে।
এ কারণে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিনের সর্বোচ্চ মূল্যবৃদ্ধির মাধ্যমে রবির শেয়ারের লেনদেন শুরু হয়। শুরুতেই দাম ওঠে ১৫ টাকা।
আইপিওতে কোম্পানিটি প্রতিটি শেয়ার ১০ টাকায় বিক্রি করেছিল। প্রথম দিনেই সেই ১০ টাকার শেয়ারের দাম বেড়েছে ৫ টাকা বা ৫০ শতাংশ।
নিয়ম অনুযায়ী, নতুন তালিকাভুক্ত হওয়া কোম্পানির শেয়ারের দাম প্রথম দিনে ৫০ শতাংশের বেশি বাড়তে পারে না। দিনের সেই সর্বোচ্চ দামেই লেন-দেন শুরু হয় রবির শেয়ারের।
গত ২৩ নভেম্বর রবির আইপিও শেয়ারের চাঁদা গ্রহণ শেষ হয়। তার এক মাসের মাথায় এটি বাজারে লেন-দেন শুরু করে
আইপিওতে কোম্পানিটির প্রতি বাজারগুচ্ছ বা মার্কেট লটে ছিল ৫০০ শেয়ার। সেই হিসাবে লটারির মাধ্যমে কোম্পানিটির আইপিও শেয়ার যাঁরা পেয়েছেন, তাঁদের বিনিয়োগ ছিল পাঁচ হাজার টাকা। এক মাসের ব্যবধানে সেই বিনিয়োগের বিপরীতে মুনাফা আড়াই হাজার টাকা।
রবির আইপিওতে সাধারণ বিনিয়োগকারীদের কাছ থেকে প্রায় পৌনে ৬ গুণ বেশি আবেদন জমা পড়েছিল। আবেদনকারীদের মধ্য থেকে প্রতি তিনজনে একজন এটির শেয়ার পেয়েছেন।
এদিকে, সেকেন্ডারি বাজারে লেনদেন শুরুর প্রথম ৩০ মিনিটের মধ্যে দেখা যাচ্ছে, এটির শেয়ারের ব্যাপক চাহিদা তৈরি হয়েছে। ঢাকার বাজারে লেনদেনের প্রথম ৩০ মিনিটের মধ্যে সর্বোচ্চ দামে এটির সোয়া ১৮ কোটি শেয়ারের ক্রেতা রয়েছে।
তবে দাম বেড়ে যাওয়ায় আইপিও বিজয়ীদের বেশির ভাগই এই দামে শেয়ার ছাড়তে নারাজ। এ কারণে বাজারে বিক্রেতা অনেক কম। এ জন্য ডিএসইতে প্রথম ৩০ মিনিটে কোম্পানিটির মাত্র ২৬ হাজার শেয়ারের হাতবদল হয়। অথচ রবি আইপিওতে প্রায় ৫২ কোটি শেয়ার ছেড়েছিল। এর মধ্যে প্রায় ৩৯ কোটি শেয়ার বিক্রয়যোগ্য। বাকি শেয়ারের ওপর বিভিন্ন মেয়াদে বিক্রয়–নিষেধাজ্ঞা রয়েছে।
দেশের সর্বোচ্চ মূলধনী কোম্পানি হিসেবে রবি শেয়ারবাজারে যুক্ত হয়েছে আজ থেকে। তবে নতুন তালিকাভুক্ত কোম্পানি হওয়ায় এখনই এটি সূচকে অন্তর্ভুক্ত হয়নি। এ কারণে সর্বোচ্চ মূল্যবৃদ্ধি ঘটলেও সূচকে রবির কোনো প্রভাব পড়েনি। অন্যান্য দিনের মতোই আজ প্রথম ৩০ মিনিটে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ৩০ পয়েন্ট।
আমাদের ফেইবুক Link : ট্রাস্ট নিউজ ২৪